BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপি সরকার গঠন করলে পদ্মার পানির ন্যায্য হিস্যা বুঝে নিতে কাজ করবে – মির্জা ফখরুল

বিএনপি সরকার গঠন করলে পদ্মার পানির ন্যায্য হিস্যা বুঝে নিতে কাজ করবে – মির্জা ফখরুল

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে পানির ন্যায্য হিস্যা বুঝে নিতে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে ফ্যাসিবাদ বিদায় হয়েছে।

আগামীতে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে ভারতের কাছ খেকে পানির নায্য হিস্যাও বুঝিয়ে নেয়া হবে। একসময় শেখ মুজিবুর রহমান ভারতকে সহায়তা করেছিল, পানির নায্য হিস্যা থেকে আমরা বঞ্চিত হয়েছিলাম।

শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া এই পানির নায্য হিস্যা বুঝে নেয়ার উদ্যোগ নিয়েছিল। আগামী ২০২৬ সালে ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হবে, ঠিক তেমনি এসময়ও জনাব তারেক রহমান বাংলাদেশের হাল ধরে ভারতের এসব কাজের সঠিক জবাব দিবেন। আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠন করার জন্য কাজ করেন।

“চলো জি ভাই হাঁরঘে পদ্মা বাঁচাই-বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ-সবার আগে বাংলাদেশ’ শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজ মাঠে শনিবার বিকেলে বিএনপির গনসমাবেশে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে, এই নির্বাচন হতে হবে। এই নির্বাচনের কোনো বিকল্প নেই। এই নির্বাচন দিতে যত দেরি হচ্ছে, বাংলাদেশ তত দুর্বল হচ্ছে। জনগণের সমর্থন ছাড়া কোনো সরকার সফলতার সঙ্গে দেশ চালাতে পারে না।

তিনি বলেন, নির্বাচিত সরকার না থাকায় দেশের অর্থ্যনৈতিক অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। বিদেশীরা বিনিয়োগ করছে না। তাই যত দ্রæত নির্বাচিত সরকার দেশে ক্ষমতায় আসবে, ততই দেশের জন্য মঙ্গল।

বিএনপির মহাসচিব বলেন, এই দেশের মানুষ ধর্মপ্রিয়। ধর্মকে ভালোবাসে। আল্লাহর নবীকে ভালোবাসে, বিশ্বাস করে। কিন্তু ধর্মান্ধ নয়। গত নির্বাচনগুলোতে হিসাব করে দেখেন। কত পার্সেন্ট ভোট পেয়েছে জামায়াতে ইসলামী। পাঁচ-ছয় পার্সেন্ট থেকৈ রাতারাতি লাফ দিয়ে ৫১ পার্সেন্ট হয়ে যাবেন-এটা মনে কইরেন না। বাংলাদেশের মানুষ সহজে আপনাদের ভোট দেবে না। কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না।

তিনি ভারতের প্রতি হুশিয়ারী দিয়ে বলেন, বাংলাদেশের ওপর ভারতের দাদাগিড়ি চলবে না। বন্ধুসুলভ আচরন এবং সমতার ভিত্তিতে সম্পর্ক রাখতে হবে।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ১৯৭১ সালে আমরা যে স্বাধীনতা যুদ্ধ করলাম, আপনারা শুধু এটার বিরোধিতাই করেন নাই পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা করেছেন। এ কথা বলতে আমার কোনো দ্বিধা হয় না। কারণ আমি একজন মুক্তিযোদ্ধা। আমি এই দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। আজকে উল্টা-পাল্টা, আবোল-তাবোল, সোশ্যাল মিডিয়াতে কথা বলে আমাদের মাথা নামাতে পারবেন না।

জামায়াতের উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, আমরা খুব পরিষ্কার করে বলছি-আপনারা ভালো হয়ে যান। এই নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি তো অনেক আগে থেকে শুরু হয়েছে। কেন মানুষকে বোকা বানাচ্ছেন। আপনাদের যত বড় বড় বিলবোর্ড দেখলাম, অন্য কোনো দলের তো দেখলাম না। যতো পোস্টার দেখলাম, অন্য কোনো দলের এতো দেখলাম না। তাহলে কেন মানুষকে বোকা বানাচ্ছেন। আপনারাতো নির্বাচন করবেন। নির্বাচন না করলে আপনাদের অস্তিত্ব থাকবে না।

বিএনপির মহাসচিব বলেন, ২০০১ সালে উত্তরাঞ্চল থেকে ৭৭টি আসন পেয়েছিল বিএনপি, আগামী নির্বাচনে আরও বেশী আসন আশা করে বিএনপি। শেষে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, পাবনা জেলার বিএনপির মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দেন বিএনপি মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে দুপুরে চাপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর রাবার ড্যাম প্রকল্প এলাকা পরিদর্শন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। “চলো জি ভাই হাঁরঘে পদ্মা বাঁচাই-বাঁচাও পদ্মা,বাঁচাও দেশ-সবার আগে বাংলাদেশ’ শ্লোগানে বিএনপির মহাসমাবেশে ‘আমাদের গঙ্গা-পদ্মা, আমাদের অধিকার-নায্য পানি বন্টনে হোক সমাধান’ প্রতিপাদ্যে শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারী কলেজ মাঠে জনসভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সাবেক সাংসদ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ হারুনুর রশীদ।

পদ্মা নদীর পানির নায্য হিস্যার দাবীতে সমন্বয় কমিটি চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী সিটি কর্পোরেসনের সাবেক মেয়র, সাবেক এমপি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত রাজশাহী-২ আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসনের সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল অব. শরীফ উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ, রাজশাহী জেলা বিএনপির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ডিএম জিয়াউর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন, বিএনপি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

গণসমাবেশে উপস্থিত ছিলেন, জেলার বিএনপি ও অংগ সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী। এদিকে, পদ্মা বাঁচাতে উপস্থিত নেতা-কর্মীরা নানা শ্লোগান দিতে থাকে। বক্তারা চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে পদ্মা ভাঙ্গনে ওই এলাকার দূর্দশার কথা তুলে ধরেন এবং গঙ্গা-পদ্মার-নায্য পানি বন্টনের জোর দাবী জানিয়ে দ্রুতই পদ্মা ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবী জানান। বিএনপির নেতৃবৃন্দ ও সাবেক ৩ সাংসদ  আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষের কাছে গিয়ে বিএনপির ধানের শীষে ভোট দেয়ার আহবান জানানোর জন্য নিজ নিজ এলাকায় কাজ করার নির্দেশনা দেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইসলামপুরে বিএনপির মনোনীত প্রার্থীর ‘বিকৃত সাক্ষাৎকার প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীতে বিচারকপুত্র হত্যা: পুলিশ কমিশনারকে আদালতের তলব নাটোরে নাতি বউকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাকে জুতাপেটা করে পুলিশে সোপর্দ রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা: আসামি লিমনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর উদ্বোধনী দিনে এনসিএলে সানজামুল ইসলামের শতক আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট, উদ্বোধনী দিনে পুলিশ লাইন স্কুল জয়ী বিএনপি সরকার গঠন করলে পদ্মার পানির ন্যায্য হিস্যা বুঝে নিতে কাজ করবে – মির্জা ফখরুল ধানের শীষের বিজয় নিশ্চিত জেনে একটি দল ষড়যন্ত্র শুরু করেছে – দুলু দিল্লির লাল কেল্লার বিস্ফোরক পদার্থ থেকে কাশ্মীরের থানায় বিস্ফোরণ : রিপোর্ট ইন্দোনেশিয়ায় ভূমিধসে ৬ জনের মৃত্যু, ১৭ জন নিখোঁজ