বিএনপি নেত্রী খোদেজা বেগম আল্লাদী আর নেই

নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলা মহিলা দলের সভানেত্রী ও উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক এবং জেলা মহিলা দলের যুগ্ম-সম্পাদক খোদেজা বেগম আল্লাদী (৬৮) বুধবার বিকাল ৫ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তিনি দীর্ঘদিন থেকে ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন।
রাত ৯টায় উপজেলার একডালা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফনের কথা রয়েছে। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.