মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জের বনগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোরেলগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লার সহধর্মিনী মিসেস শাহানা বেগম (৫৫) মঙ্গলবার বিকেলে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
মৃত্যুকালে তিনি ১ ছেলে ও দুই মেয়ে সহ বহুআত্মীয়-স্বজন রেখে গেছেন। সাবেক চেয়ারম্যানের সহধর্মীনির মৃত্যুতে গভীর শোক জনিয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
বুধবার দুপুর ২ টায় ১৮৮ নং পুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এম এ সালাম, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য বাগেরহাট-৪ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন, বাংলাদেশ জামায়াত ইসলামীে মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, পিরোজপুর পৌরসভার কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

















