বিএনপি নেতাকর্মীদের নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে : রিজভী

ঢাকা প্রতিনিধি: ১০ ডিসেম্বর গণসমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ সোমবার (০৫ ডিসেম্বর) বেইলি রোডে গণসমাবেশ সফল করতে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণকালে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘বিএনপির উদ্যোগে ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিন্তু পুলিশ নির্বিচারে নেতাকর্মীদের গ্রেপ্তার করছে, বাড়ি বাড়ি গিয়ে হানা দিচ্ছে, পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করছে। তারপরও নেতাকর্মীদের দমাতে পারেনি। অদম্য সাহস নিয়ে গণসমাবেশকে সফল করতে নেতাকর্মীরা ব্যাপক প্রচার চালাচ্ছে। এই সমাবেশ করতে নেতাকর্মীরা দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন।’
তিনি বলেন, ‘আমাদের চলমান আন্দোলন ভোটাধিকার ও সুশাসন ফিরে পাওয়ার জন্য, আমাদের আন্দোলন গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আমার ভাই নুরে আলমদের হত্যার প্রতিবাদে।’
রিজভী বলেন, ‘আজকে দেশের মানুষের নাগরিক স্বাধীনতা নেই। দেশে গণতন্ত্র নেই। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নষ্ট করে ফেলা হচ্ছে। আজকে বিচার বিভাগ, প্রশাসন সর্বত্রই দলীয়করণ করা হয়েছে। সুশাসন ও গণতন্ত্রের জন্য যে ধরনের প্রতিষ্ঠান থাকা দরকার সেগুলো নেই। সুতরাং আমাদের আন্দোলনের লক্ষ্য একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রতিষ্ঠা করা।’
এসময় উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, কেন্দ্রীয় নেতা কাজী আবুল বাশার, আ ক ম মোজাম্মেল হক, ওমর ফারুক সাফিন, আমিনুল ইসলাম, অ্যাডভোকেট আবেদ রাজা, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, ডা. জাহেদুল কবির, মেহবুব মাসুম শান্তসহ বিভিন্নস্তরের নেতাকর্মীরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.