BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপি নির্বাচিত হলে চরবাসীর উন্নয়নে জোরালো পদক্ষেপ গ্রহন করা হবে : মিলন

বিএনপি নির্বাচিত হলে চরবাসীর উন্নয়নে জোরালো পদক্ষেপ গ্রহন করা হবে : মিলন

নিজস্ব প্রতিবেদক: বিএনপি হচ্ছে জনগণের দল। এই যখন ক্ষমতায় থাকে তখন দেশে অভূতপুর্ব উন্নয়ন হয়। আর বিএনপি যখন ক্ষমতায় থাকেনা তখন দেশের অবস্থা অত্যন্ত খারাপ হয়। বর্তমানের চরের অবস্থা দেখলে তা পরিলক্ষিত হয় বলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতামূলক প্রচারনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনী প্রস্তুতি গ্রহনের লক্ষ্যে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা-মোহনপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন এসব কথা বলেন।

তিনি বলেন, ইতোপূর্বে বিএনপি যখন ক্ষমতায় ছিলো তখন এই চরমাঝার দিয়াড়, চরখিদিরপুর, চর খানপুর ও চর তারানগর এলাকায় ব্যাপক উন্নয়ন করা হয়েছিলো। ভূমিহীনদের বাসস্থান, শিক্ষা প্রতিষ্ঠা স্থাপন ও  স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষে স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছিলো। এছাড়াও চরবাসীর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিলো বলে উল্লেখ করেন তিনি। শুধু তাইনয় ধর্মীয় প্রতিষ্ঠান ও নারী উন্নয়নের কাজ করা হয়েছিলো। কিন্তু পতিত সরকারের আমলে চরবাসীর ভাগ্য  উন্নয়নে কাজ করা হয়নি। কারণ চরে ৯৮ভাগ মানুষ ধানের শীষের। তারা আজীবন ধানের শীষে ভোট প্রদান করে আসছেন।

মিলন বলেন, বিএনপি নির্বাচিত হলে চর উন্নয়নে বিশেষ বাজেট এর ব্যবস্থা করা হবে। যেখানে রাস্তাঘাট করা, শিক্ষা প্রতিষ্ঠান এর উন্নয়ন ও হাইস্কুল স্থাপন ও স্বাস্থ্য সেবার জন্য বিষেশায়িত হাসপাতালের ব্যবস্থা করা হবে। এছাড়াও রাজশাহী সদরের সাথে শহরে  যোগাযোগ যাতায়াতের জন্য বিশেষ ব্যবস্থা ও চরে বসবাসকারী শিক্ষিত বেকার যুবক-যুবকাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বক্তব্যে উল্লেখ করেন তিনি। সেইসাথে জমিগুলো রেকর্ড কিংবা খরিজ সহ সরকারী খাজনা দেয়ার ব্যবস্থা করে দেবেন বলে জানান তিনি।

তিনি বলেন, ২০০৮ সালে পতিত সরকার কিভাবে ক্ষমতায় এসেছিলো দেশবাসী জানেন। এছাড়াও ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালেও পতিত সরকার কিভাবে ক্ষমতায় এসেছিলো সারা বিশ্ব জানে। তারা দিনের ভোট রাতে এবং ২০১৮ সালে ভোটের দিন সন্ত্রাসী কায়দায় গুলি ও বোমা ফাটিয়ে আইন শৃংখলা বাহিনীকে দিয়ে জোর করে ব্যালটে সিল মেরে এবং ব্যালট বাক্স ছিনতাই করে ক্ষমতায় এসেছিলো আওয়ামী লীগ ও দোসররা। সর্বশেষ ২০২৪ সালে বিএনপি ও সমমনাদলগুলো যখন নির্বাচনে অংশগ্রহন করেনি তখন খুনি হাসিনার চাচাতো  ভাই জাতীয় পার্টিকে সাথে নিয়ে আমি-ডামি নামে  প্রহসনের এক নির্বাচন করেন তিনি। আর এই সবগুলো নির্বাচনে প্রার্থী অনেক হলেও ভোটার ছিলেন মাত্র একজন। তিনি হচ্ছেন ফ্যাসিস্ট, স্বৈারাচার হাসিনা।

তিনি বলেন, চরবাসী হচ্ছে প্রকত যোদ্ধা তারা প্রকৃতি এবং সব থেকে বড়শত্রু ভারতের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে টিকে আছেন। এজন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, পতিত সরকারের আমলে শহর অন্যান্য স্থানের ন্যায় চরের জনগণও বাড়িতে ঘুমাতে পারেনি। তাদেরকে প্রতিনিয়ত পুলিশি হয়রানীর শিকাড় হতে হতো। জেল জুলুম ও নির্যাতন সর্বদা লেগেই থাকতো তাদের উপরে। এর থেকেও বেশী কষ্ট ও নির্যাতিত এবং অনেক কিছু হারিয়েও এখনো জনগণের জন্য তিনি প্রাণ উৎসর্গ করছেন তিনি হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

বেগম খালেদা জিয়া তাঁর স্বামী, সন্তান ও নিজ গৃহ হারিয়েছেন। নিজের জীবন বাজি রেখে দেশেই রয়েছেন। মিথ্যা মামলায় তাঁকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়। সোয়া ছয় বছর তিনি জেল খাটেন। শুধু তাইনয় ময়েনউদ্দিন-ফকরুদ্দিন এর সময়ে তাঁর দুইছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে আটক নিয়ে যেয়ে অমানবিকভাবে নির্যাতন চালানো হয়। নির্যাতনের সেই বিভৎসতা ফোনে আবার বেগম জিয়াকে শুনানো হতো। এত কিছুর পরেও তিনি দেশ ছাড়েন নি। তাঁকে দেশ ছাড়ার জন্য বার বার চেষ্টা করে তারা সে সময়ে ব্যার্থ হয়েছিলেন। এরপর চিকিৎসার জন্য দুই ছেলে দেশের বাহিরে  গেলেও এ আরাফাত রহমান কোকো চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। আরেক ছেলে তারেক রহমানও এখনো দেশে ফিরতে পারেন নি বলে উল্লেখ করেন তিনি।  বেগম জিয়া এখন অসুস্থ হয়ে এভার কেয়ার হাসপালের নিবির পরিচর্যায় রয়েছে।

মিলন আরো বলেন, শেখ হাসিনা বার বার দেশ ছেড়ে পালিয়েছেন। তিনি কখনো দেশের  এবং জনগণের কথা ভাবেন নি। তিনি ভেবেছেন তার আত্মীয়স্বজন ও নিজের কথা। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে প্রাণের ভয়ে তিনি আবারও দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানান তিনি।

তিনি বলেন, দেশ পালিয়ে ভারতে থেকেও দেশে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আর সেই চেষ্ঠা বাস্তবায়নে রয়েছে বেইমানের দোসর মোনাফেক জামায়াতে ইসলাম। এই আওয়ামী লীগ ও জামায়াত সারা জীবন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এখনো করছে। ১৯৪৭ সালে ভারত পাকিস্তান ভাগের সময় ভারতে পক্ষে ছিলো। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ নিয়ে স্বাধীনতাকামী মানুষের উপরে অত্যাচার করছে। পাকিস্তানী হানাদার বাহিনীর হয়ে কাজ মুক্তিযোদ্ধাদের ধরিয়ে দিয়েছে। মা-বোনদের গনিমতের মাল বলে তাদের হাতে তুলে দিয়েছে। এমন কোন খারাপ কাজ নাই জামায়াতে ইসলাম করেনি বলে জানান মিলন।

তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হওয়ার পরে বেগম জিয়া যখন রাজনীতি নামে তখন স্বৈরাচার এরশাদ দেশেল মানুষের উপরে পাথরের ন্যায় বসেগিয়েছিলো। তাঁকে ক্ষমতাচ্যুত করে দেশের মানুষ বাঁচানোর জন্য আওয়ামী লীগ ও জামায়াতকে সাথে নিয়ে আন্দোলন শুরু করেন। সেই আন্দোলনের সময়ে ১৯৮৬ সালে এক জনসভায় শেখ হাসিনা ও সে সময়ের জামায়াতের প্রয়াত আমির অধ্যাপক গোলাম আজম বলেছিলেন এরশাদ এর সাথে যারা নির্বাচনে অংশগ্রহন করবে তারা হচ্ছে জাতীয় বেইমান ও জাতীয় মোনাফেক। সেই থেকে আওয়ামী লীগ জনগণের সাথে বেইমানী আর জামায়াতে ইসরাম  মোনাফেকী করছে।

তিনি বলেন, জামায়াতের মোনাফেকী এখনো চলমান রয়েছে। তারা আসছে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন করার জন্য প্রার্থীতা ঘোষনা করেছে। প্রচারনাও করছে। কিন্তু কিছু কিছু ইস্যু তৈরী করে রাজনীতির মাঠ গরম ও মিথ্যাচার করছে। তারা বলছে দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাত নিশ্চিৎ (নাউযুবিল্লা)। আবার বলছে ইসলাম বলে কোন ধর্ম নয়,  এটা হচ্ছে বিশ্বাস। আবার বলছে নামাজ-কোরআন পরে কোন লাভ নাই। জামায়াতকে ভোট দিলেই আর কিছুই লাগবেনা। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে মরার পরে কবরে ফেরেস্তা এসে বলবেন কোথায় তোমরা ভোট দিয়েছো।

মিলন বলেন, আসলে তারা প্রকৃত মুসলমান কিনা সন্দেহ। তারা এখন জামায়াতে ইসলাম হিন্দু শাখা খুলেছে। এরা যদি জামায়াতকে ভোট দেয় তাহলে তারা কোন বেহেস্তে যাবে বলে প্রশ্ন রাখেন তিনি। এসব শিরকী ও জনগণের সাথে ধোকাবাজী করা থেকে বিরত থাকার জন্য জামায়াতের নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানান এবং জামায়াতের এই বিভ্রান্তমূলক কথাবার্তায় প্রলুদ্ধ না হয়ে ধানের শীষে ভোট প্রদানের আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার বিকেলে পবার পদ্মা চরে হরিয়ান ইউনিয়ন বিএনপির অন্তর্গত ৯নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে চর তারানগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সভায় ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি রজত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি পবা উপজেলা শাখার সদস্য সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতার আহমেদ, হরিয়ান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ¦ মুজিবুর রহমান, সদস্য সচিব বাদশা মিয়া, যুগ্ম আহ্বায়ক হাবিব, সাবেক সভাপতি অধ্যাপক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাবু, আদর্শ কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কমেলা হক কলেজের সাবেক অধ্যক্ষ মুহসিন আলী, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক নাজির হাসান, জেলা যুবদলের সদস্য ফরিদুল ইসলাম সাহেব ও নওহাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহেল রহমানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৬ দিনব্যাপী ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচি ঘোষণা বিএনপি’র রাজশাহীতে উদ্ধারকৃত ৬০টি মোবাইল ফোন মালিকদের মাঝে হস্তান্তর ইসলামপুরে জামায়াত প্রার্থীর গণ মিছিল ও সমাবেশ বিএনপি নির্বাচিত হলে চরবাসীর উন্নয়নে জোরালো পদক্ষেপ গ্রহন করা হবে : মিলন রাজশাহীর মতিহারে চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা তারেক প্যারোলে মুক্তি পেয়ে ভাইয়ের জানাযায় অংশ নিলেন বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল সওদাগর Free Fire World Series National Watch Party Held at ICCL বাগমারায় কৃষক সমাবেশ আটোয়ারীতে নবাগত জেলা প্রশাসক কর্তৃক গণশুনানী ও বিভিন্ন দপ্তর পরিদর্শন রাজশাহীতে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ রোববার: প্রস্তুতি সম্পন্ন