বিএনপি কার্যালয়ের সামনে মির্জা ফখরুল, আছে পুলিশের অবস্থানও

ঢাকা প্রতিনিধি: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান করছে পুলিশ। এর আগে তারা কার্যালয়ের ভেতরে ঢোকে। পরক্ষণেই বেরিয়ে যায়। বর্তমানে বিএনপি কার্যালয়ের গেটে অবস্থান করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার (০৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এখনও দফায় দফায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে। নেতাকর্মীরা অলিগলি ও কার্যালয়ের মধ্যেও অবস্থান নিয়েছেন।
এদিকে, সংঘর্ষের একপর্যায়ে বিকেল ৪টার সময় কার্যালয়ের গেটের বাইরে আসার চেষ্টা করেন নেতাকর্মীরা। তখনই পুলিশ কার্যালয়ের ভেতরে টিয়ারশেল নিক্ষেপ শুরু করেন। তারপর নেতাকর্মীরা ভেতর চলে যান।
পুলিশের টিয়ারশেলের আঘাতে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন পুলিশ সদস্যরাও।
সোয়া ৪টার দিকে মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম খান বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা সড়কে অবস্থান নিলে আমরা তাদের সরে যাওয়ার অনুরোধ করি। কিন্তু, তারা সরতে চায় না। পরে নেতাকর্মীরা আমাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। তারপর আত্মরক্ষার জন্য আমরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করি।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.