বিএনপি কখনো ভারতের বিরোধিতা করেনি : ফখরুল

ফাইল ছবি

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: বিএনপি কখনো ভারত বিরোধিতা করেনি বলে জানিয়েছেন, বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন।

ফেনী নদীর পানি চুক্তি : বাংলাদেশের সম্ভাব্য বিপর্যয়’ শীর্ষক সেমিনারটির আয়োজন করেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)।

ফখরুল বলেন, ‘আমরা কখনো ভারত বিরোধিতা করিনি। ভারতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। সমস্যা হলো আজকে দেশে এমন একটা সরকার, যারা আমাদের সমস্যা গুলো নিয়ে ভারতের সঙ্গে কথা বলতে পারে না। বার্গেনিং করতে পারে না। সেই শক্তিটা তাদের নেই।’

আমাদের সংবিধানে বলা আছে যেকোনো চুক্তি নিয়ে সংসদে আলোচনা হতে হবে অথচ ফেনী নদীর পানি চুক্তির বিষয়ে সংসদে কোনো আলোচনা হয়নি  ‘এটা এমন একটা সংসদ যেখানে এই সব চুক্তিগুলো নিয়ে কোনো আলোচনা করা হয়নি।

বিএনপি’র মহাসচিব বলেন, ‘স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে সর্বোপরি গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে তারা একটি পুতুল সরকারে পরিণত হয়েছে।’

তিনি বলেন, ‘এই সরকার আসার পর গত ১২ বছর থেকে শুনছি তিস্তা চুক্তি এই হয়ে যাচ্ছে, এই হয়ে যাবে। আমাদের সঙ্গে (ভারতের) সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে। অথচ তিস্তা থেকে আমরা এক ফোটা পানিও পাইনি।’

খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক রাখা হয়েছে বলেও বলেন বিএনপি’র এই নেতা। তিনি বলেন, ‘তাকে আটক রাখা হয়েছে এজন্য যে, তিনি হলেন স্বাধীনতা স্বার্বভৌমত্বের প্রতীক। ’

সরকারকে সরানোই বিএনপি’র মূল কাজ দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের মূল কাজ হচ্ছে এই সরকাকে সরাতে হবে। এজন্য জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। দলমত নির্বিশেষে সব মানুষকে এক করে, দালালের মতো বসে থেকে যারা আমাদের সবকিছুকে তছনছ করে দিয়েছে তাদেরকে সরাতে হবে। ’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.