বিএনপি’র র‌্যালিতে অংশ নিতে যাওয়ার পথে নিহত ৪, আহত ৫

ময়মনসিংহ ব্যুরো: উপজেলা বিএনপি’র র‌্যালিতে অংশ নিতে যাওয়ার সময় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে ৪জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রঘুনাথপুর এলাকায় আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই বিভিন্ন স্কুল ও কলেজ শিক্ষার্থী।

নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- রহেলা গ্রামের সবুজ আহমেদ (১৮), সাকিব, বাঘমারার আরিফুল ইসলাম (১৮) ও নিশ্চিন্তপুরের সোহাগ মিয়ার ছেলে মিজান।

আহতরা হলেন, নিশ্চিন্তপুর গ্রামের আলমগীরের পুত্র লিমন, আবুল কাশেমের পুত্র শামীম, আলমগীর হোসেনের পুত্র ইমন, আতুয়াজঙ্গল গ্রামের আবদুল হামিদের পুত্র জাহাঙ্গীর ও শহীদের পুত্র হৃদয়।

হালুয়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা এমদাদুল হক বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুইযাত্রী নিহত হন।

উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক আলী আজগর বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, হতাহতরা বিএনপি’র কর্মী-সমর্থক। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.