বিএনপির মনোনয়নপত্র কিনলেন যারা

 

বিটিসি নিউজ ডেস্ক: বিএনপি রাজশাহী, সিলেট ও বরিশাল তিন সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। ওই তিন সিটিতে ধানের শীষ প্রতীক পেতে শুরুতেই মনোনয়ন ফরম কিনেছেন বর্তমান তিন মেয়রসহ ১১ জন।

জানা যায়, সকাল ১০টায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে থেকে সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী নিজেই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এছাড়া রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও বরিশালের মেয়র আহসান হাবীব কামালের পক্ষে দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

রাজশাহীতে মোসাদ্দেক হোসেন বুলবুল বিএনপির একক প্রার্থী হলেও সিলেটে আরিফুল হক চৌধুরী ছাড়া মহানগর সভাপতি নাসিম হোসেন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি রেজাউল কয়েস হাসান লোদী ও ছাত্রদল নেতা সানাউল্লাহ রিমন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এদিকে, বরিশালে বর্তমান মেয়র আহসান হাবীব কামালের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। বরিশাল দক্ষিণ জেলা সভাপতি এবায়দুল হক চাঁন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন ও মহানগর ছাত্রদলের সাবেক নেতা আলি হায়দার বাবু নিজেই মনোনয়নপত্র সংগ্রহ করেন। এছাড়া, ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিনের পক্ষে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য আব্বাস উদ্দীন ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর পক্ষে জহির উদ্দীন মোহাম্মদ বাবুল মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মেয়র প্রার্থীরা ২০ হাজার টাকা জামানত দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে মনোনয়নপত্র ক্রয় করেন।

প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৮ জুন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এছাড়া আগামী ৩০ জুলাই রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.