বিএনপি’র মনোনীত মেয়র প্রার্থী ইশরাকের প্রচারণায় হামলা

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা সিটি নির্বাচনে দক্ষিণ বিএনপি’র মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের প্রচারণায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

আজ রবিবার (২৬ জানুয়ারী) দুপুর একটার দিকে গণসংযোগে এ হামলা চালানো হয়। এতে প্রার্থীসহ বেশ কয়েকজন সাংবাদিক এবং বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন। এদিন সকাল সাড়ে ১১টায় প্রচারণা শুরু করে গোপীবাগের সেন্ট্রাল উইমেন্স কলেজের সামনে দিয়ে গণসংযোগের যাওয়ার সময় রাস্তার দুই পাশ থেকে বেশ কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়।

এতে প্রায় ১৫ থেকে ২০ মিনিট যাবৎ দুই গ্রুপের ইটপাটকেল নিক্ষেপ ও রড-লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ চললেও, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন সদস্যদের চোখে পড়েনি। প্রায় আধা ঘণ্টা পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

ইশরাক হোসেন গোপিবাগে এখন তার বাসায় অবস্থান করছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.