BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করে তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জহিরুল হক চৌধুরী। এ ঘটনাকে কেন্দ্র করে তার রাজনৈতিক পরিচয়, অতীত ভূমিকা ও বর্তমান অবস্থান নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।

এই বিতর্কের মধ্যেই শুক্রবার (১৬ জুলাই) হঠাৎ করে জহিরুল হকের একটি কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল হওয়া ওই কথোপকথনের এক পর্যায়ে তাকে বলতে শোনা যায়, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির বিকল্প প্রার্থী ও জেলা বিএনপির সদস্য কবির ভুইয়া নাকি তার কাছে অনুরোধ করেন—বিএনপির চূড়ান্ত প্রার্থী মুশফিকুর রহমানের মনোনয়ন বাতিল করাতে নির্বাচন কমিশনে আপিল করার জন্য।

ওই কথোপকথনে জহিরুল হক আরও দাবি করেন, এ ধরনের আপিল করার বিনিময়ে তিনি যা চাইবেন, তাই দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভাইরাল অডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তীব্র আলোচনা-সমালোচনা, পাশাপাশি বিষয়টির সত্যতা ও পেছনের উদ্দেশ্য নিয়েও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

এলাকার সাধারণ ভোটারদের মধ্যে এ ঘটনায় উদ্বেগ ও বিভ্রান্তি দেখা দিয়েছে। অনেকেই বলছেন, উন্নয়ন ও জনস্বার্থের আলোচনা বাদ দিয়ে প্রার্থীদের মধ্যে এমন অভিযোগ-পাল্টা অভিযোগ নির্বাচনের পরিবেশকে নষ্ট করছে।

সচেতন মহলের দাবি, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
এক বছর আগে ফুটবল ছেড়ে দিতে চেয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার সুপার কাপের পর কোপাতেও জয়, টানা ১০ ম্যাচ জিতল বার্সেলোনা ‘লিভারপুলে ১৫ ফরোয়ার্ড থাকলেও, সালাহকে ফিরে পেলে খুশি হতাম’ ফাউলের জন‍্য রাগবির সিন-বিন নিয়মের পক্ষে এনরিকে ‘বিশ্বের সেরা’ হোয়ান গার্সিয়ার প্রশংসায় বার্সা সতীর্থরা রাজনৈতিক উদারতার দৃষ্টান্ত তৈরি করে গেছেন খালেদা জিয়া : নাগরিক শোকসভায় বক্তারা বকশীগঞ্জে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় পৌর ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত নির্বাচন ও গণভোট প্রচারে রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ সফরে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম রাঙ্গামাটিতে কাঠবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে ২ শ্রমিক নিহত ইসলামের পথ থেকে সরে গেছে জামায়াত, তাই ইসলামী আন্দোলনও জোট থেকে বেরিয়ে গেছে : গাজী আতাউর