বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়াকে জেলে রেখে গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না : মান্না

ঢাকা প্রতিনিধি: আজ শনিবার বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়াকে কারাগারে রেখে দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। এই কথার মধ্যে কোনো ভুল নেই। এই কথা খুবই সত্যি।

একাদশ নির্বাচনে আওয়ামী লীগকে কৌশলে পরাজিত করা হবে মন্তব্য করে মান্না বলেন, ‘বলছি, এমন কৌশল নেবো, এমনভাবে লড়াই করবো যাতে শত্রুকে আমরা পরাজিত করতে পারি’

উল্লেখ্য, দুই মামলায় ১৭ বছরের সাজা নিয়ে দীর্ঘদিন ধরে কারাগারে বিএনপির চেয়ারপাসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন করে আসছে বিএনপি। জাতীয় ঐক্যফ্রন্টও খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনঢ়।

জাতীয় ঐক্যফ্রন্টের একাধিক মহাসমাবেশে মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘প্রয়োজন হলে মরবো, তবু খালেদা জিয়াকে মুক্ত করে ছাড়ব।’

আজকের আলোচনা সভায় মুক্তিযোদ্ধা দলের নেতারা উপস্থিত ছিলেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.