বিএনপির কর্মসূচিতে হামলার অভিযোগে শেখ হাসিনাসহ ১৫৬ জনের বিরুদ্ধে মামলা চেয়ে আবেদন

খুলনা ব্যুরো: দুই বছর আগে বিএনপির দলীয় কর্মসূচিতে হামলার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ১৫৬ জনের বিরুদ্ধে মামলা গ্রহণের আবেদন করা হয়েছে খুলনায়।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ১২টায় খুলনা মহানগর দায়রা জজ আদালতে এই আবেদন জমা দেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
বাদিপক্ষের আইনজীবী সৈয়দ শামীম হাসান জানান, ২০২৩ সালের ১৯ মে খুলনা প্রেসক্লাব এলাকায় বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি চলাকালে পুলিশ লাঠিচার্জ ও গুলি চালিয়ে তা পণ্ড করে দেয়।
এ ঘটনায় বাদীসহ ৫০-৬০ জন আহত হন এবং ৯ জনকে আটক করা হয়। আবেদনে শেখ হাসিনাকে ওই ঘটনার “নির্দেশদাতা” হিসেবে উল্লেখ করা হয়েছে।
মামলার আবেদনে খুলনা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাবেক সংসদ সদস্য, খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কাউন্সিলর, আওয়ামী লীগের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা এবং কয়েকজন ব্যবসায়ীসহ মোট ১৫৬ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
খুলনা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ কে এম শহিদুল আলম জানান, “মাননীয় বিচারক বর্তমানে ছুটিতে রয়েছেন। আগামী মঙ্গলবার (১ জুলাই) এই আবেদনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। এরপরই বলা যাবে এটি মামলা হিসেবে গৃহীত হবে কি না।”
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.