বিএনপির অফিসিয়াল ওয়েবসাইট বন্ধ রাখতে চায় বিটিআরসি

ঢাকা প্রতিনিধি: বন্ধ করে দেয়া বিএনপির অফিশিয়াল ওয়েবসাইট খুলে দেয়াটা আইনশৃঙ্খলার জন্য হুমকি হতে পারে বলেই মনে করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। সাইটটিতে আইনশৃঙ্খলাবিরোধী কিছু উপাদান রয়েছে জানিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) এটি খুলে দেয়ার নির্দেশনা পুনর্বিবেচনারও অনুরোধ করেছে সংস্থাটি।

গত ১২ ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে সাইট বন্ধের অভিযোগ করা হলে নির্বাচন কমিশন থেকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয় বিটিআরসিকে। তারই উত্তরে বিটিআরসি এক ইমেইলে নির্বাচন কমিশনকে (ইসি) এ তথ্য জানিয়েছে।

এর আগে, বিএনপির পক্ষ থেকে চিঠি দেয়া হয় নির্বাচন কমিশনকে। বিএনপির ওয়েবসাইটটি বন্ধ করে দেয়া হয়েছে উল্লেখ করে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সই করা চিঠিতে ওয়েবসাইটটি আবার খুলে দেয়ার অনুরোধ করা হয়।

দলটির এই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ ডিসেম্বর বিটিআরসিকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলে কমিশন। জবাবে বিটিআরসি নির্বাচন কমিশনকে জানায়, বিএনপির ওয়েবসাইটের কিছু কনটেন্ট দেশের আইনশৃঙ্খলার বিরুদ্ধে যায় বলেই সেটি বন্ধ করে দেয়া হয়েছে। ওয়েবসাইটটি খুলে দিতে ইসির নির্দেশনা পুনর্বিবেচনা করার অনুরোধও জানায় সংস্থাটি।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.