বায়ার্ন’র ষষ্ঠ ও পিএসজি’র প্রথম শিরোপা জয়’র হাতছানি

বিটিসি স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। পর্তুগালের লিসবনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। সরাসরি সম্প্রচার করবে সনি টেন-২।

এই ম্যাচে এক দল শিকারী সিংহ হলে, এরেক দল ক্ষুধার্ত বাঘ।

ক্লাবের ইতিহাসে দ্বিতীয়বার ট্রেবল জয়ের হাতছানি বায়ার্ন মিউনিখের সামনে। দাপট দেখিয়েই ফাইনালে উঠেছে বাবারিয়ান খ্যাত দলটি। এখন শুরু শিরোপা ঘরে তুলে মৌসুম রাঙানোর অপেক্ষা টমাস মুলার- রবার্ত লেওয়ানডোস্কিদের।

ইউরোপ সেরা এই টুর্নামেন্টে ১৯৭৪, ১৯৭৫, ১৯৭৬, ২০০১ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন হয়েছে জার্মান জায়ান্টরা। সাত বছর পর নিজেদের ষষ্ঠ শিরোপা জয়ের সুযোগ।

অন্যদিকে এক চুলও ছাড় দিতে নারাজ পিএসজি। প্রথমবার শিরোপা জয়ের ক্ষুধায় মরিয়া ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।

১৯৯৪-৯৫ মৌসুমে সেমিফাইনাল খেলাই চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ সফলতা দলটির। নেইমার-ডি মারিয়া-এমবাপেদের কাঁধে ভর করে ইতিহাস গড়ার অপেক্ষায় টমাস টুখেলের শিষ্যরা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.