বায়তুল মোকাররম মসজিদ মার্কেটে আগুন

ঢাকা প্রতিনিধি: রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম মসজিদ মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

আজ বুধবার (১৯ জুন) বেলা ১১টা দিকে বায়তুল মোকাররমের উত্তর গেটে নিচতলায় আগুন লাগে। বেলা ১১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের নিচতলায় মার্কেটে হঠাৎ আগুন লাগে। আগুনের সূত্রপাত জেনারেটর রুম থেকে। আগুন লাগার পরই ধোয়ায় চারদিক অন্ধকার হযে যায়। দোকানিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের সহায়তা করেন দোকানিরা। সম্মিলিত প্রচেষ্টায় ১২টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বিটিসি নিউজকে বলেন, বেলা ১১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে কয়েকটি দোকানে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে বলেও জানান ডিউটি অফিসার।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.