বাড়ি বাড়ি লিফলেট ও সাবান বিতরণ

রাবি প্রতিনিধি: রাবি শিক্ষার্থীদের করোনাভাইরাস সংক্রমণ রোধে বাড়ি বাড়ি গিয়ে সচতেনতামুলক লিফলেট,  সাবান ও মাস্ক বিতরণ এবং এলাকায় ব্লিচিং পাওডার স্প্রে করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের নিয়ে গড়া দিনাজপুর জেলার ‘ঘোড়াঘাট  উপজেলা সমিতি’।
গতকাল সোমবার (৩০ মার্চ) ছিল সাতদিন ব্যাপী কর্মসূচির শেষ দিন। গত রবিবার আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করে সংগঠনটি।
কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, করোনা সংক্রমণ রোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়ানোই আমাদের উদ্দেশ্য। এতে যদি কিছু সংখ্যক মানুষও সচেতন হয় তাহলে আমাদের উদ্যোগ সার্থক হবে।
“ঘোড়াঘাট  উপজেলা সমিতি”
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি এডভোকেট আবু তোরাব বলেন, ‘করোনা সম্পর্কে গ্রামের মানুষ যতটা আতঙ্কিত তার চেয়ে বেশি অসচেতন ও উদাসীন। আর এ ধরনের ভাইরাস অসচেতনতা থেকেই বেশি ছড়ায়। এজন্য উপজেলার ৫ টি ইউনিয়নে আমরা এই সচেতনতামূলক কর্মসূচি পালন করেছি।’
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ঘোড়াঘাট  উপজেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন ‘ঘোড়াঘাট  উপজেলা সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয়’। সংগঠনটি সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাবি প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.