বাহরাইনকে গুঁড়িয়ে মিয়ানমারের বিপক্ষেও দারুণ কিছুর আশায় তহুরা

বিটিসি স্পোর্টস ডেস্ক: ম্যাচ শেষের প্রতিক্রিয়া জানানোর ফাঁকে কয়েকবার পেছন ফিরে তাকালেন তহুরা খাতুন। গ্যালারিতে বাংলাদেশি সমর্থকরা তখনও জয়ের আনন্দ, উদযাপনের ব্যস্ত। তাদের প্রতি হাসিমুখে কৃতজ্ঞতা জানালেন তিনি। বাহরাইনের বিপক্ষে দাপুটে পারফরম্যান্সের পর এই ফরোয়ার্ডের লক্ষ্য যেন এবার মিয়ানমারের সঙ্গে পুরোনো হিসেব চুকানোয়।
উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে রোববার ইয়াংগুনে বাহরাইনকে ৭-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। জোড়া গোল করেছেন তহুরা। এছাড়া জালের দেখা পেয়েছেন ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, কোহাতি কিসকু ও মুনকি আক্তার। অন্য গোলটি বাহরাইনের আত্মঘাতী।
তহুরা হ্যাটট্রিকও পেতে পারতেন। ম্যাচের শেষ দিকে তার শট ফিরে আসে ক্রসবার কাঁপিয়ে। তাতে অবশ্য হতাশ নন ২২ বছর বয়সী ফরোয়ার্ড।
“আল্লাহর কাছে আমি অনেক কৃতজ্ঞ। আমাদের থেকে বাহরাইন অনেক এগিয়ে থাকা দল। আমরা যে এতদিন পরিশ্রম করেছি, আমাদের একটাই লক্ষ্য ছিল, আমরা মাঠে সেটা কাজে লাগাব। তো আল্লাহর রহমতে ম্যাচটা জিততে পেরেছি। আল্লাহর কাছে শুকরিয়া। আমাদের কিপার থেকে শুরু করে প্রতিটি খেলোয়াড় শতভাগ দেওয়ার চেষ্টা করেছে। মাঠের মধ্যে সবাই মনোযোগী ছিল।”
“অবশ্যই…এই যে বাংলাদেশী দর্শক যারা আছে, তারা আমাদের অনেক সমর্থন করেছে, প্রথম থেকেই অনেক চিল্লাচিল্লি করেছে (আমাদের অনুপ্রাণিত করার জন্য)। তো উনাদের প্রতি কৃতজ্ঞতা, সবাইকে অনেক ধন্যবাদ যে, আমাদের অনেক সমর্থন করেছেন। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।”
গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার বাংলাদেশ মুখোমুখি হবে মিয়ানমারের; যারা তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে উড়িয়ে শুরু করেছে বাছাই। স্বাগতিকদের বিপক্ষে তহুরাদের সবশেষ ম্যাচের স্মৃতি বড্ড তেতো, ২০২০ অলিম্পিকস বাছাইয়ে ৫-০ গোলে হারতে হয়েছিল। তবে এবার অনেক কারণেই আশাবাদী তহুরা।
“আসলে মিয়ানমার অনেক শক্তিশালী দল। আমরা এর আগে এ মাঠেই মিয়ানমারের কাছে ৫ গোল খেয়েছিলাম। এবার যেহেতু…আমরা সবাই সবসময় ক্যাম্পেই থাকি একসাথে, আমাদের সবদিক থেকেই অনেক উন্নতি হয়েছে।”
“সবসময় আমরা চেষ্টা করি, দেখি কোন দিকে উন্নতি হচ্ছে, দীর্ঘ সময় ক্যাম্পে থাকার কারণে আমাদের উন্নতি হচ্ছে, এজন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ। তো আমরা চেষ্টা করব আমাদের স্বাভাবিক খেলাটা খেলার। বাকিটা আল্লাহ জানেন।” #

Comments are closed, but trackbacks and pingbacks are open.