BTC News | বিটিসি নিউজ

বাস্কেটবল টুর্নামেন্ট: বালক বিভাগে হলিক্রস, বালিকা বিভাগে ফরহাদ একাডেমী চ্যাম্পিয়ন

বাস্কেটবল টুর্নামেন্ট: বালক বিভাগে হলিক্রস, বালিকা বিভাগে ফরহাদ একাডেমী চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও ফরহাদ বাস্কেটবল একাডেমীর উদ্দ্যোগে তারুণ্যের উৎসব ৩*৩ বাস্কেটবল টুর্নামেন্টে বিভিন্ন জেলা, স্কুল, বিশ্ববিদ্যালয়ের ২২টি দলের অংশ গ্রহনে তিনদিনব্যাপী অনুষ্টিত বাস্কেটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল শনিবার (১১ অক্টোবর) রাত ৮টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের জিমনাসিয়ামে অনুষ্টিত হয়।

ফাইনাল খেলায় বালক বিভাগে হলিক্রস স্কুল এন্ড কলেজ ‘ক“ ১১-৫ পয়েন্টে হলিক্রস স্কুল এন্ড কলেজ ‘খ“ কে, বালিকা বিভাগে রাজশাহী ফরহাদ বাস্কেটবল একাডেমী ১২-২ পয়েন্টে রংপুর জেলাকে ও সিনিয়র বিভাগে ফরহাদ বাস্কেটবল একাডেমী ২০-১২ পয়েন্টে রাজশাহী বিশ^বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুৃলে দেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি। এর আগে তিনি বলেন ছেলেমেয়েদের বাস্কেটবল খেলার জন্য রাজশাহী টেনিস কমপ্লেক্সের ২টি কোর্ট উন্মুক্ত রাখা হবে।

এছাড়াও বোয়ালিয়া ক্লাবের সামনে একটি মিনি জিমনাসিয়ামের স্থাপনের উদ্দ্যোগ নেয়া হয়েছে সেখানেও ছেলেমেয়েরা বাস্কেটবল খেলতে পারবে। আমি চাই খেলার বিকেন্দ্রিকরন যেন নগরীর বিভিন্ন স্থানের ছেলেমেয়েরা বাস্কেটবলসহ অন্য খেলাগুলোতেও নিয়মিত অনুশিলন করতে পারে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও রাজস্ব) মোঃ মহিনুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আতিকুল হাফিজ বলেন রাজশাহী খেলাধুলায় অনেক এগিয়ে আছে যা গর্বের বিষয়। আর বাস্কেবল খেলার উন্নয়নের জন্য অতিশীঘ্রই ফাইবার বোর্ড রাজশাহীকে প্রদান করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ইসালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর