বাসের চাপায় ইজিবাইক চালক নিহত, আহত-৫

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কে বাস-ইজিবাইক দুর্ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ স্থানীয় জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে সড়কে যানচলাচল।
গতকাল বুধবার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে চরগোবিন্দপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (১২ জানুয়ারি) রাতে খুলনা থেকে চট্টগ্রামগামী দিদার পরিবহনের একটি বাস মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের চরগোবিন্দপুর এলাকায় একটি যাত্রীবাহী ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকচালক কামাল ফরাজী (৪০) নিহত হন। এ দুর্ঘটনায় ইজিবাইকে থাকা আরও ৫ যাত্রী আহত হয়েছেন।
নিহত ও আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে আহতদের মধ্যে গুরুতর ৩ জনকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সেসময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং সড়কে বাস চলাচল স্বাভাবিক করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মাদারীপুর প্রতিনিধি মো. এস আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.