বালিশে মিলল সোয়া ৫ কোটি টাকার আইস

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ মো. ইদ্রিস (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছেন পুলিশ।
আজ রবিবার (১০ অক্টোবর) ভোররাতে সদর ইউপি ছোট হাবিরপাড়া অস্থায়ী নিজ বসতঘর থেকে আইসসহ তাকে আটক করা হয়।আটককৃত ব্যক্তি নাজিরপাড়া এলাকার মৃত আজিজুর রহমান প্রকাশ আজিরানের ছেলে।
বিটিসি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান।
তিনি বিটিসি নিউজকে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের ছোট হাবিরপাড়া আসামির বসতবাড়ি থেকে ক্রিস্টাল মেথ আইস বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা হয়।
এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশের এসআই নকিবুল্লাহর নেতৃত্বে একটি চৌকস টিম অভিযানে যায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। পরে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যমতে নিজ বসতবাড়ির শয়নকক্ষে বালিশের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আইসের আনুমানিক মূল্য ৫ কোটি ২০ লাখ টাকা।
তিনি আরও জানিয়েছেন, আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.