বালিয়াকান্দিতে ৩০০ মণ পাটবোঝাই চলন্ত ট্রাকে আগুন

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে পাটবোঝাই চলন্ত ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ট্রাকটি নাটোর থেকে পাটবোঝাই করে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নওপাড়ার রাজ্জাক জুট মিলের পাট নিয়ে যাচ্ছিল। আগুনের কারণে ৩০০ মণ পাটে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে রাজ্জাক জুট মিল কর্তৃপক্ষ।
ট্রাক চালক মো. জাহাঙ্গীর বলেন, ‘নাটোর থেকে পাটবোঝাই করে মধুখালীর নওপাড়ার রাজ্জাক জুট মিলে পাট নিয়ে যাচ্ছিলাম। নবাবপুরের ঘোড়ামারা ব্রিজ এলাকায় পৌঁছালে সেখানে থাকা একটা ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে গাড়ি কিছুটা স্লো করি। ট্রাক্টর পার হয়ে ৫০ গজ এগোতেই বুঝতে পারি আমার গাড়িতে আগুন লেগেছে। তবে ট্রাক্টরটি সাইড দিতে গিয়ে আমি লক্ষ্য করেছিলাম ৩ জন মানুষ একটি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তবে কে বা কারা আগুন দিয়েছে এটা আমি দেখিনি।’ 
বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার সৈয়দ শরাফত আলী বলেন, ‘আগুন লাগার পর চালক ৪-৫ কিলোমিটার জ্বলন্ত ট্রাক চালিয়ে যান। এ কারণে ট্রাকের আগুন সড়কের পাশে থাকা বিভিন্ন বাড়ির পাটকাঠির বেড়াসহ খড়ের পালায় ছড়িয়ে পড়ে। আমাদের দুটি ইউনিট ২ ঘণ্টা কাজ করে পুরো আগুন নিয়ন্ত্রণে আনে।’
এ বিষয়ে রাজবাড়ী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত সরকার বিটিসি নিউজকে বলেন, ‘ঘটনাটি নাশকতা কিনা সেটি এখন নিশ্চিতভাবে বলা সম্ভব না। এটি নিয়ে তদন্ত চলছে আশা করছি প্রকৃত ঘটনা খুব দ্রুতই জানা সম্ভব হবে।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাজবাড়ী প্রতিনিধি মো. আব্দুল জলিল#

Comments are closed, but trackbacks and pingbacks are open.