বালানগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগতদের বরণ অনুষ্ঠিত

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা বালানগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষাদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের বরণ সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিদ্যালয় চত্বরে বেলা ১১টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বালানগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এসএম মাহবুবুর রহমান, স্কুলের সিনিয়র শিক্ষক খাদেবুর রহমান, মানসিংহপুর-মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, সাংবাদিক আফাজ্জল হোসেন, বিদায়ী শিক্ষার্থী মুস্তাক আহমেদ, ফাহমিদা আকতার প্রমূখ।
অনুষ্ঠানে অন্রদের মধ্যে উপস্থিত ছিলেন বাসুপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি জয়েন উদ্দিন, কৃষক দলের সভাপতি ইয়ামেন, নরসিংহপুর পাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিনুল হক, শ্রীপুর রামনগর মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আলতাফ হোসেন, সাদোপাড়া-কর্ণিপাড়া মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মামুনুর রশিদ মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয়। দুপুরে শিক্ষার্থী, অতিথি বৃন্দসহ এলাকার বিপুল সংখ্যক লোকের খাবার ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের বিএসসি শিক্ষক এনামুল হক।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.