বার্সেলোনার জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন ইনিয়েস্তা

বিটিসি নিউজ ডেস্ক: বার্সেলোনার জার্সিতে অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা শেষ ম্যাচ খেলে ফেলেছেন । মহান ফুটবলারের ২২ বছরের স্মৃতি বিজড়িত ক্যাম্প ন্যুতে স্মরণীয় এক বিদায়ই হলো। জয় ও শিরোপা দুটোই অধিনায়কের হাতে তুলে দিলেন সতীর্থরা। সেই সাথে রাজস্যিক বিদায়।মৌসুমে নিজেদের শেষ ম্যাচে রবিবার রাতে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। এই ম্যাচ দিয়েই ইতি টানলেন ৩৪ বছর বয়সী ইনিয়েস্তা।
সোসিয়েদাদের রক্ষণকে চেপে ধরে বার্সেলোনার আক্রমণভাগ। ২৫তম মিনিটে রেকেটিচের হেড সোসিয়েদাদের জালে জড়ালে তখনই ১-০ গোলে এগিয়ে যেত বার্সেলোনা।প্রথমার্ধে মেসিকে ছাড়াই প্রভাব বিস্তার করে খেলেছেন স্প্যানিশ জায়ান্টরা।
তবে প্রথমার্ধ স্কোরলাইন ০-০ রেখেই মাঠ ছাড়ে দুই দল। ৫৭তম মিনিটে কুতিনহোর অসাধারণ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। এরপর মেসি নেমে ভালো সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি। ৮২তম মিনিট ছলছল চোখে মাঠ ছাড়েন ইনিয়েস্তা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.