বিটিসি স্পোর্টস ডেস্ক: আথলেতিক বিলবাও থেকে নিকো উইলিয়ামসকে দলে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছে বার্সেলোনা। এই স্প্যানিশ উইঙ্গারের উচ্ছ্বসিত প্রশংসা করে বার্সেলোনা অধিনায়ক রাফিনিয়া বলছেন, ক্লাবে অবদান রাখতে আসা যে কোনো খেলোয়াড়কে হাসিমুখে স্বাগত জানাবেন তারা।
উইলিয়ামসের ৬ কোটি ২০ লাখ ইউরো রিলিজ ক্লজ মিটিয়ে বার্সেলোনা আগামী কয়েক দিনের মধ্যে তাকে দলে টানবে বলে ধারণা করা হচ্ছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, ২২ বছর বয়সী এই ফুটবলারকে ছয় বছরের চুক্তিতে দলে টানতে তার ব্যক্তিগত শর্তাবলী নিয়ে এরই মধ্যে সম্মত হয়েছে কাতালান ক্লাবটি।
বার্সেলোনায় এলে শুরুর একাদশে জায়গা পেতে বাঁ উইংয়ে রাফিনিয়ার সঙ্গে লড়াই করতে হবে উইলিয়ামসকে। আবার লামিনে ইয়ামালের সঙ্গে এই দুজনকেই লাইনআপে রাখতে পারেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
নিজ দেশ ব্রাজিলে এক প্রচারণামূলক অনুষ্ঠানে রাফিনিয়া বলেন, দলের মধ্যে জায়গা পাওয়ার লড়াই নিয়ে চিন্তিত নন তিনি। তার মতে, উইলিয়ামস মানসম্পন্ন একজন খেলোয়াড়।
“ক্লাবে অবদান রাখতে আসা যে কোনো খেলোয়াড়কে স্বাগত। আমার মনে হয়, যে কেউ যখন কঠোর পরিশ্রম করার ও দলের ভালোর জন্য কাজ করার মানসিকতা নিয়ে আসবে, তাকে স্বাগত জানানো হবে। এটাই আমার ও অন্যান্য খেলোয়াড়দের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।”
“এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে, তাকে বার্সেলোনায় আমাদের সঙ্গে খেলার জন্য বিবেচনা করা হচ্ছে। সে স্প্যানিশ সিনিয়র জাতীয় দলের খেলোযাড়। সে সর্বোচ্চ মানের একজন খেলোয়াড়। তার অনেক গুণ।”
উইলিয়ামসকে জায়গা করে দিতে নিজের পজিশনের সম্ভাব্য পরিবর্তন নিয়ে ব্রাজিলিয়ান উইঙ্গার বলেন, “দলে এই সিদ্ধান্ত কোচ নেন।”
বিলবাওয়ে ভাই ইনাকি উইলিয়ামসের সঙ্গে খেলেন নিকো উইলিয়ামস। ২০২১ সালে বিলবাওয়ে মূল দলে অভিষেকের পর এখন পর্যন্ত ১৬৭ ম্যাচে ৩১টি গোল করেছেন তিনি।
স্পেন জাতীয় দলের হয়ে ২৮ ম্যাচে তার গোল ৬টি। দলের ২০২৪ ইউরো জয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন তিনি। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.