BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বার্সেলোনাকে ‘বাঁচানো’ গার্সিয়াকে নিয়ে উচ্ছ্বসিত ফ্লিক

বার্সেলোনাকে ‘বাঁচানো’ গার্সিয়াকে নিয়ে উচ্ছ্বসিত ফ্লিক

বিটিসি স্পোর্টস ডেস্ক: ম্যাচের শুরু থেকে যেভাবে খেলেছে ভিয়ারেয়াল, গোল পেতে পারত তারা একাধিক। কিন্তু বারবার তাদের হতাশ করেছেন হোয়ান গার্সিয়া। দারুণ কিছু সেভ করে জাল অক্ষত রাখা এই স্প্যানিশ গোলরক্ষকের পারফরম্যান্সে ভীষণ খুশি বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।

ভিয়ারেয়ালের মাঠে রোববার লা লিগার ম্যাচটি ২-০ গোলে জিতে বছর শেষ করে বার্সেলোনা।

দ্বাদশ মিনিটে পেনাল্টি থেকে শিরোপাধারীদের এগিয়ে নেন রাফিনিয়া। ৩৯তম মিনিটে আরেক ধাক্কা খায় ভিয়ারেয়াল, লামিনে ইয়ামালকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ডিফেন্ডার রেনাতো ভেইগা। ৬৩তম মিনিটে ব্যবধান বাড়ান ইয়ামাল।

পুরো ম্যাচে অনেক সুযোগ তৈরি করে ভিয়ারেয়াল। তবে গার্সিয়ার দেয়াল ভাঙতে পারেনি তারা। মোট পাঁচটি সেভ করেন ২৪ বছর বয়সী গোলরক্ষক। যার মধ্যে কিছু ছিল দুর্দান্ত।

ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় গার্সিয়াকে প্রশংসায় ভাসান ফ্লিক।

“আমার সবচেয়ে ভালো লেগেছে তিন পয়েন্ট পাওয়া। আমার দল কিছুটা ক্লান্ত, তবে মানসিকতা অবিশ্বাস্য। হোয়ান (গার্সিয়া) আমাদের গোল হজম করা থেকে বাঁচিয়েছে। দুর্দান্ত ছিল সে।”

পরে সংবাদ সম্মেলনেও গার্সিয়াকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বার্সেলোনা কোচ।

“রোববার আমাদের অনেকবার বাঁচিয়েছে সে। আমাদের জন্য সে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে আমরা দল হিসেবে খেলি। সবাই মিলে রক্ষণ সামলাই।”

ক্লাসিকোয় রেয়াল মাদ্রিদের বিপক্ষে হারের পর লিগে টানা আট ম্যাচ জিতেছে বার্সেলোনা। ১৮ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কাতালান দলটি। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে রেয়াল।

এখন বিশ্রাম নিয়ে নতুন বছর নতুন উদ্যমে শুরু করতে চান জার্মান কোচ ফ্লিক।

“আমি মনে করি আমরা এই বছর অনেক কিছু কাটিয়ে উঠেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দল কীভাবে অনুশীলন করে। সবাই শতভাগ দেয়। অনুশীলনে তা দেখতে পাচ্ছেন। এখন আমাদের বিশ্রাম দরকার এবং পরিবারের সঙ্গে বড়দিন কাটানো উচিত। তাদের কথাও ভাবছি, যারা এখানে নেই। শুভ বড়দিন।” #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ