বার্সার বড় জয়ে ইয়ামালকে কৃতিত্ব দিলেন কোচ

বিটিসি স্পোর্টস ডেস্ক: স্কোরশিটে নাম নেই লামিনে ইয়ামালের। পাঁচ-পাঁচটি গোল করেছে বার্সেলোনা, এর একটিও আসেনি ইয়ামলের পা থেকে। কোচের চোখে তবু তিনিই নায়ক! চোট কাটিয়ে ফেরা তরুণকেই ম্যাচ জয়ের বড় কৃতিত্ব দিলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
এই বার্সেলোনার দলের জন্য ইয়ামাল কতটা জরুরি, সেটা প্রমাণ হয়ে গেছে কত কয়েক ম্যাচে। চোটের কারণে চার সপ্তাহ বাইরে ছিলেন এই উইঙ্গার। এই সময়ে লা লিগায় তিন ম্যাচ খেলে স্রেফ একটি পয়েন্ট পায় বার্সেলোনা। তাদের খেলা ছিল একদমই ছন্নছাড়া।
চোট কাটিয়ে ইয়ামাল ফিরতেই যেন ভোজবাজির মতো বদলে গেল সব। রেয়াল মায়োর্কাকে তাদের মাঠেই ৫-১ গোলে বিধ্বস্ত করল ফ্লিকের দল।
শুরুতে ফেররান তরেস বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই সমতায় ফেরে মায়োর্কা। দ্বিতীয়ার্ধে রাফিনিয়া গোল করেন দুটি, একটি করে গোল করেন ফ্রেংকি ডি ইয়ং ও পাউ ভিক্তর।
তবে গোল না করলেও ঠিকই চেনা জাদুকরি ছোঁয়া দেখান ইয়ামাল। ম্যাচের পর তাই কোচের কণ্ঠে স্তুতি তার ১৭ বছর বয়সী তারকাকে নিয়ে।
“আজকে সে (ইয়ামাল) আমাদের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ। দলের জন্য সবসময়ই সে ইতিবাচক কিছুই বয়ে আনে। আজকে সে দু-একটি গোলও করতে পারত। সব মিলিয়ে দারুণ খেলেছে।”
শুধু ইয়ামাল নয়, ফ্লিক সন্তুষ্ট বার্সেলোনার সামগ্রিক পারফরম্যান্সেও।
“অবশ্যই দলের পারফরম্যান্সে আমি খুশি। প্রথমার্ধে আমরা অনেক সুযোগ তৈরি করি এবং গোলও করি। তবে ওরা পাল্টা আক্রমণে গোল শোধ করে দেয়। তার পরও আমরা নিজেদের খেলা চালিয়ে গেছি। আজকের রাতটি যেভাবে গিয়েছে, গোটা দলই তাতে খুশি।”
এই ম্যাচে দেখা যায়নি চলতি মৌসুমে অসাধারণ ফর্মে থাকা রবের্ত লেভানদোভস্কিকে। ১৫ গোল করে লা লিগার এখনও পর্যন্ত সেরা গোলস্কোরারকে এ দিন বাইরে রাখার কারণ জানালেন কোচ।
“লেভানদোভস্কির বিশ্রামের প্রয়োজন ছিল। ওর দেখভাল ঠিকঠাক করতে হবে আমাদের। ফেররান খুব ভালো খেলেছে এবং প্রথম গোলটি করেছে। তার জন্যও এটি গুরুত্বপূর্ণ। যখন তাকে প্রয়োজন হয়, সবসময়ই সে কার্যকর হয়। আজকে লেভানদোস্কিকে খেলানোর প্রয়োজন ছিল না আমাদের।”
এই ম্যাচের আগ পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ২০ ম্যাচের সবকটিতেই শুরুর একাদশে ছিলেন লেভানদোভস্কি।
লা লিগায় পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ১৬ ম্যাচে ৩৭। ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রেয়াল মাদ্রিদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.