বার্সাকে হারিয়ে ৬০ বছরের রেকর্ড ভাঙলো বেনফিকা

বিটিসি স্পোর্টস ডেস্ক: আজ বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে ৩-০ গোলে উড়িয়ে ৬০ বছরের রেকর্ড ভাঙলো বেনফিকা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শেষবার বার্সেলোনার বিপক্ষে বেনফিকার জয় ১৯৬১ সালে।
রেকর্ডময় দিনে বার্সার জালে জোড়া গোল করেন নুনেজ। এ ছাড়া আরও একটি গোল করেন রাফা সিলভা।
ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। তৃতীয় মিনিটের মাথায় ডারউইন নুনেজের গোলে এগিয়ে যায় বেনফিকা। সতীর্থের বাড়ানো পাস ধরে বাম কর্নার দিয়ে বল জালে জড়ান এই উরুগুইয়ান স্ট্রাইকার।
পিছিয়ে পড়া বার্সেলোনা বেশ কয়েকবার সমতায় ফেরার সুযোগ পেলেও নিখুঁত ফিনিশিং করতে না পারায় বার বারই ব্যর্থ হয়। বিপরীতে এগিয়ে থাকায় রক্ষণে শক্তি বাড়িয়ে আক্রমণ বাড়ায় বেনফিকা। এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
ম্যাচের ৬৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাফা সিলভা। বাম পাশে বল পেয়েই দারুণ শটে জালে জড়ান তিনি। তাতেই বার্সার জালে দুই গোল দিয়ে জয়ের পথ সুগম করেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।
৭৭তম মিনিটে ডি-বক্সের ভেতর সার্জিও দেস্টের হাতে লাগলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। দুই মিনিটের ব্যবধানে স্পট কিকে ৩-০ করেন নুনেজ।
তিন গোল হজমের পর ম্যাচের ৮৭ মিনিটে গার্সিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত ৩-০ গোলে হেরেই মাঠ ছাড়ে বার্সা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.