বার্সাকে হারিয়ে শিরোপা জিতল আর্সেনাল

বিটিসি স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার মেয়েদের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন গুঁড়িয়ে উয়েফা উইমেন’স চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতল আর্সেনালের মেয়েরা। ইউরোপ সেরার মঞ্চে গত দুইবারের চ্যাম্পিয়ন ও চারবারের মধ্যে তিনবারের শিরোপাজয়ীরা রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকল।
শনিবার পর্তুগালের লিসবনে শিরোপা নির্ধারণী ম্যাচে ১-০ গোলে জিতেছে ইংলিশ দলটি।
এই নিয়ে সাত বছরের মধ্যে ছয়বার ফাইনালে ওঠা বার্সেলোনা পুরো ম্যাচে অধিকাংশ সময় পজেশন রেখে, অনেক সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি একটিও।
তবে প্রবল চাপের মুখে ঘর সামলে রেখে ৭৪তম মিনিটে ব্যবধান গড়ে দেন সুইডিশ ফরোয়ার্ড স্টিনা ব্লাকস্টেনিউস।
দ্বিতীয়বার ইউরোপ সেরা হলো আর্সেনালের মেয়েরা, যেখানে ১৮ বছরে প্রথম। টুর্নামেন্টের আগের সংস্করণ উয়েফা উইমেন’স কাপে নিজেদের প্রথম শিরোপাটি জিতেছিল তারা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.