বার্লিনের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়ল স্পেশাল অলিম্পিক দল

বিটিসি স্পোর্টস ডেস্ক: স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমসের ১৬তম আসরে অংশ নিতে ঢাকা ছেড়ছে বাংলাদেশ স্পেশাল অলিম্পিক দল। সোমবার (১২ জুন) ভোর ৫টা ৫ মিনিটে জার্মানির ফ্রাঙ্কফুটের উদ্দেশ্যে রওনা দেন দলের ১০৭ জন অ্যাথলেট ও পাঁচ কর্মকর্তা।
ফ্রাঙ্কফুটে টুর্নামেন্টের দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষে ১৫ জুন বার্লিনে যাবে স্পেশাল অলিম্পিক বাংলাদেশ দল।
১৭ থেকে ২৫ জুন বার্লিনে হবে টুর্নামেন্টের এবারের আসর। এই আসরে বাংলাদেশসহ বিশ্বের ১৭০টি দেশের ৭ হাজার অ্যাথলেট ২৪টি ইভেন্টে অংশ নিবেন।
বাংলাদেশের ১০৭ জন খেলোয়াড় টুর্নামেন্টের ৯টি ইভেন্টে অংশ নিবেন। তার মধ্যে শুধু ফুটবল ইভেন্টে অংশ নিচ্ছে নারী দল। বাকি আটটি ইভেন্টে নারী ও পুরুষ দলের বিশেষ চাহিদা সম্পন্ন অ্যাথলেটরা অংশ নিবেন।
টুর্নামেন্টের গত আসরে বাংলাদেশ ২২টি সোনা, ১০টি রূপা ও ছয়টি ব্রোঞ্জ পদক জিতেছিল। এবার আরো বেশি পদক জয়ের লক্ষ্যের কথা জানান স্পেশাল অলিম্পিক বাংলাদেশের চেয়ারম্যান শামীম মতিন চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.