বারেলাকে নিয়ে নামছে ইতালি

বিটিসি স্পোর্টস ডেস্ক: তারকা মিডফিল্ডার নিকোলা বারেলাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিল ইতালি। তবে শুক্রবার বিকেলে সুখবর দিয়েছেন ইতালির কোচ লুসিয়ানো স্পেলোত্তি।
শনিবার আলবেনিয়ার বিপক্ষে বারেলাকে নিয়েই নামছে ইউরো চ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় রাত ১টায় ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে শুরু হবে ম্যাচটি।
ঊরুর চোটের কারণে তুরস্ক ও বসনিয়ার বিপক্ষে ইতালির দুটি প্রস্তুতি ম্যাচই মিস করেছিলেন ইন্টার মিলানের মিডফিল্ডার বারেলা। এ জন্যই প্রথম ম্যাচে তাঁকে পাওয়া নিয়ে শঙ্কা ছিল।
তবে শুক্রবার বিকেলে ট্রেনিং সেশনটি সাফল্যের সঙ্গে শেষ করায় আলবেনিয়ার বিপক্ষে তাঁকে খেলানোর সিদ্ধান্ত নেন কোচ।
৩ বছর আগে ইতালির ইউরো জয়ের অন্যতম নায়ক ছিলেন ২৭ বছর বয়সী এ মিডফিল্ডার। এবার চোট পাওয়ার আগে দুর্দান্ত ফর্মেও ছিলেন। ইন্টার মিলানের লিগ শিরোপা জয়ে অন্যতম ভূমিকা ছিল তাঁর।
ডর্টমুন্ডে অনুশীলন শেষে বারেলার খেলার খবর দেন স্পেলোত্তি, ‘গতকাল (বৃহস্পতিবার) অনুশীলনে সে পূর্ণ উদ্যমে সবকিছু করেছে। আজও সে পুরো দমে অনুশীলন করেছে। একটু পরে নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচে সে অংশ নেবে। সেখানে সে কেমন করে, সেটা আমাদের বিবেচনায় নিতে হবে। তবে মনে হচ্ছে, আগামীকাল (শনিবার) আলবেনিয়ার বিপক্ষে তাকে পাওয়া যাচ্ছে।’
আজ্জুরিরা ২০২১ সালে ইউরো জিতলেও পরের বছর কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। সে কারণেই এবার নতুন আঙ্গিকে দল সাজিয়েছেন স্পেলোত্তি। এখন দেখার বিষয় তিনি সফল হতে পারেন কিনা।
ইতালি কোনোমতে ইউক্রেনকে টপকে ইউরো বাছাই পর্ব পেরিয়ে এলেও আলবেনিয়া এসেছে দাপটের সঙ্গে।
পোল্যান্ডের বিপক্ষে বাছাই পর্বের প্রথম ম্যাচ হেরে গেলেও পরের সাত ম্যাচ তারা ছিল অপরাজিত।
পোল্যান্ড ও চেক রিপাবলিকের মতো প্রতিষ্ঠিত শক্তিকে টপকে গ্রুপের শীর্ষস্থান দখল করে চূড়ান্ত পর্বে এসেছে আলবেনিয়া। তাই এত সহজে ইতালি ছাড় পাবে না। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.