বায়ার্ন ছেড়ে দিতে রাজি, বার্সেলোনায় যাচ্ছেন লেভান্দোস্কি

বিটিসি স্পোর্টস ডেস্ক: বায়ার্ন মিউনিখের সঙ্গে নীতিগতভাবে একটি চুক্তিতে পৌঁছেছে বার্সেলোনা। স্ট্রাইকার রবার্ট লেভান্দোস্কিকে দলে নিচ্ছে কাতালান ক্লাবটি। আগামী তিন মৌসুমের জন্য এই পোলিশ স্ট্রাইকারকে দলে নিচ্ছে বার্সেলোনা।
ইএসপিএনের খবর অনুযায়ী, লেভান্দোস্কিকে দলে নিতে স্প্যানিশ ক্লাবটির ৪৫ মিলিয়ন ইউরো খরচ হবে। চুক্তিতে সই করতে আজই বার্সেলোনায় পৌঁছার কথা লেভানন্দোস্কির। এরপর দলের প্রাক-সিজনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাবেন।
পরবর্তী জোয়ান গ্যাম্পার ট্রফির আগে বার্সেলোনা লেভান্দোস্কিকে মাঠে নামাবে। বার্সেলোনা ৭ আগস্ট ক্যাম্প ন্যুতে মেক্সিকান দল পুমাসের বিপক্ষে খেলবে।
অবশ্য লেভান্দোস্কি পিএসজি ও চেলসির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ইতালীয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো দাবি করেছেন, বার্সেলোনা ও লেভান্দোস্কির মধ্যে চুক্তি হচ্ছে। তাই পোলিশ স্ট্রাইকার পিএসজি ও চেলসির প্রস্তাব বিবেচনা করেননি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.