বায়ার্নে যাওয়ার ব্যাপারে যা বলছেন বার্সেলোনার অধিনায়ক

বিটিসি স্পোর্টস ডেস্ক: শীতকালীন দলবদল শুরু হওয়ার পর থেকেই বার্সেলোনা অধিনায়ক রোনাল্ড আরাওহোকে নিয়ে গুঞ্জন ছড়িয়েছে, তিনি নাকি জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে পাড়ি জমাতে পারেন। যদিও এটাকে স্রেফ গল্প বলে উড়িয়ে দিয়েছেন আরাওহো।
গত বছরের জুলাইয়ে সার্জি রবের্তো, মার্ক আন্দ্রে টের স্টেগেন ও ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের পাশাপাশি বার্সার অধিনায়কের দায়িত্ব পান আরাওহোও। দলের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়েরই নাকি এখন ক্লাব ছাড়ার গুঞ্জন। কিন্তু আরাওহোর মনযোগের পুরোটাই এখন বার্সার ওপর।
গুঞ্জনের ব্যাপারে কথা বলতে গিয়ে আরাওহো বলেন, ‘প্রত্যেকটা দলবদলের সময়ই আমাকে নিয়ে গল্প (গুঞ্জন) তৈরি হয়। গ্রীষ্মের দলবদলের সময় তারা বলেছিল, আমি নাকি ম্যানচেস্টার ইউনাউটেডে যাব। যদিও আমার মূল ফোকাস এখন বার্সার ওপর।’
গুঞ্জন সত্ত্বেও মনযোগ সরছে না আরাওহোর। সেরাটাই দিচ্ছেন ক্লাবকে। পাশাপাশি আর্মব্যান্ডের দায়িত্বও তার ওপর, ব্যাপারটাকে গর্ব হিসেবেই দেখেন উরুগুইয়ান ফুটবলার। আরাওহো বলেন, ‘আমি নিজের সেরাটা দিচ্ছি। বার্সার অধিনায়কের আর্মব্যান্ড পরা গর্বের ব্যাপার, দায়িত্বটা আমি বুঝতে পারছি।’
এর আগে বার্সা জানিয়েছিল, গুঞ্জন থাকলেও এবারের দলবদলে কোনো প্লেয়ার বিক্রি করবে না তারা, পাশাপাশি কোনো খেলোয়াড়ের আগমনও ঘটবে না। এ সম্পর্কে দলটির ডিরেক্টর ডেকো বলেন, ‘জানুয়ারিতে কোনো প্লেয়ার বার্সা ছাড়তে পারবে না। আবার আমরা অনেক প্লেয়ারকে কিনতে চাই। কিন্তু সেটা শুধু আমাদের ওপরই নির্ভর করছে না। ফেয়ার প্লের নীতির দিকেও চোখ রাখতে হচ্ছে।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.