বাবুগঞ্জে পানিতে ডুবে দশম শ্রেণির মেধাবী ছাত্রীর মৃত্যু

বরিশাল ব্যুরো: বরিশালের বাবুগঞ্জে খালে পরে পানিতে ডুবে দশম শ্রেণির মেধাবী ছাত্রীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
মৃত তামান্না তামিদার (১৫) জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী। তামান্না দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের আব্দুল বারেক তামিদারের একমাত্র কন্যা।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাবুগঞ্জ থানার ওসি তুষার কুমার মন্ডল।
বুধবার সকালে দেহের গতি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রাকুদিয়া নতুন হাট এলাকায় এ ঘটনা ঘটে। তামান্না তামিদার রাকুদিয়া গ্রামের আ: বারেক তামিদারের একমাত্র মেয়ে। সে জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী।
জানাগেছে , বুধবার সকাল ৮টার দিকে বাড়ির পাশের খালে হাতমুখ ধৌত করতে গিয়ে পানিতে পরে যায় তামান্না। সাঁতার না জানায় খালের গভীর পানিতে ডুবে যায়।
এদিকে তামান্নাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে থাকেন। পরবর্তীতে আশেপাশের লোকজন মিলে দুই ঘন্টা জাল টেনে খোজাঁখুজি করে তামান্নাকে উদ্ধার করতে সক্ষম হয়।
বাবুগঞ্জ থানার ওসি তুষার কুমার মন্ডল বিটিসি নিউজকে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবার অথবা এলাকার কারো পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ পাওয়া যায় নি। পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বরিশাল ব্যুরো প্রধান আল মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.