বাবর-রিজওয়ান’র ব্যাটিং তাণ্ডবে রান পাহাড়ে পাকিস্তান

বিটিসি স্পোর্টস ডেস্ক: বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ হাফিজের ব্যাটিং তাণ্ডবে ২ উইকেটে ১৮৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ল পাকিস্তান। জয়ের জন্য নামিবিয়াকে ১৯০ রান করতে হবে।
আজ মঙ্গলবার (০২ নভেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে নামিবিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করে পাকিস্তান। ইনিংসের শুরুর দিবে বল সেভাবে ব্যাটে আসছিল না। যে কারণে প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান স্কোর বোর্ডে যোগ করেন দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। 
এরপর রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান বাবর-রিজওয়ান। ১৪.২ ওভারে দলীয় ১১৩ রানে আউট হন অধিনায়ক বাবর। তিনি সাজঘরে ফেরার আগে ৪৯ বলে ৭টি চারের সাহায্যে ৭০ রান করে ফেরেন।
বাবর আউট হওয়ার পর তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি ফখর জামান। তিনি ৫ বলে মাত্র ৫ রান করে আউট হন।
এরপর মোাহাম্মদ হাফিজকে সঙ্গে নিয়ে মাত্র ২৬ বলে ৬৭ রানের অবিচ্ছন্ন জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান। মাত্র ১৬ বল খেলার সুযোগ পেয়ে ৫টি চারের সাহায্যে ৩২ রান করেন হাফিজ।
ইনিংসের শুরুতে ব্যাটিংয়ে নেমে ৪২ বলে ফিফটি পূর্ণ করেন মোহাম্মদ রিজওয়ান। ইনিংসের শেষ ওভারে রীতিমতো তাণ্ডব চালান তিনি। ওই ওভারে ৪টি চার, এক ছক্কা আর এক ডাবল মিলে ২৪ রান আদায় করে নেন। তার ৫০ বলের অপরাজিত ৭৯ রানের ঝকঝেকে ইনিংসের সুবাদে ৩ উ্িকেটের ১৮৯ রানের পাহাড় গড়ে পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান: ২০ ওভারে ১৮৯/২ (মোহাম্মদ রিজওয়ান ৭৯*, বাবর আজম ৭০, মোহাম্মদ হাফিজ ৩২*, ফখর জামান ৫)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.