বাবর-নেওয়াজদের দাপটে সিরিজ পাকিস্তানের

বিটিসি স্পোর্টস ডেস্ক: গত ম্যাচে সেঞ্চুরিতে দলকে রেকর্ড গড়া জয় উপহার দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও চলল তাঁর দাপট। বাবরের ব্যাটিং আর মোহাম্মদ নেওয়াজের দারুণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে নিল পাকিস্তান।
মুলতান ক্রিকেট স্টেডিয়ামে গতকাল শুক্রবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১২০ রানে হারিয়েছে পাকিস্তান। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল বাবর আজমের দল।
এ ছাড়া এই নিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে টানা ১০টি ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড গড়ল পাকিস্তান। সবশেষ ১৯৯১ সালে ইমরান খানের সময়ে দেশটির বিপক্ষে সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।
গতকাল আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ২৭৫ রানের সংগ্রহ পায় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৯৩ বলে ৭৭ রান করেন অধিনায়ক বাবর আজম। ৭২ বলে ৭২ রান করেন ইমাম উল হক। এ ছাড়া ২২ রান করে করেন খুশদিল ও শাদাব খান।
২৭৬ রানের লক্ষ্য জবাব দিতে নেমে মাত্র ১৫৫ রানেই অলআউট হয় ক্যারিবীয়রা। এ ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন নেওয়াজ। বল হাতে তিনি একাই নিয়েছেন ৪টি উইকেট। ১০ ওভারে স্রেফ ১৯ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি।
এ ছাড়া তিন উইকেট নেন ওয়াসিম। আর শাদাব খান নেন দুটি উইকেট। আগামী রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামবে পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৫০ ওভারে ২৭৫/৮ (ফখর ১৭, ইমাম ৭২, বাবর ৭৭, রিজওয়ান ১৫, হারিস ৬, নেওয়াজ ৩, শাদাব ২২, খুশদিল ২২, ওয়াসিম ১৭*, আফ্রিদি ১৫*; জোসেফ ১০-১-৩৩-২, মেয়ার্স ৩-০-২৪-০, ফিলিপ ৮-০-৫০-২, শেফার্ড ৫-১-২৭-০, পাওয়েল ৪-০-২৪-০, ওয়ালশ ১০-০-৬২-০, আকিল ১০-০-৫২-৩)
ওয়েস্ট ইন্ডিজ: ৩২.২ ওভারে ১৫৫ (হোপ ৪, মেয়ার্স ৩৩, ব্রুকস ৪২, কিং ০, পুরান ২৫, পাওয়েল ১০, আকিল ১৪*, শেফার্ড ১, জোসেফ ৬, ওয়ালশ ১, ফিলিপ ১; আফ্রিদি ৪-১-১৭-১, রউফ ৫-১-৩০-০, ওয়াসিম ৪.২-০-৩৪-৩, নেওয়াজ ১০-০-১৯-৪, শাদাব ৯-১-৪০-২)
ফল: পাকিস্তান ১২০ রানে জয়ী।
সিরিজ: তিন ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে পাকিস্তান।
ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ নেওয়াজ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.