বান্দরবানে ঝর্ণা দেখতে গিয়ে লাশে পরিণত তাহসান

 
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের সুয়ালকে রুপালি ঝর্ণা দেখতে গিয়ে ঢাকা রামপুরা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র তাহসান আহমেদ মৃত্যুবরণ করেন। মৃত্যুকালীন তার বয়স ছিল ১৯ বছর।
ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (১০ই সেপ্টেম্বর) বিকাল ৩টার সময়।
স্থানীয়দের মতে,রাজধানী আইডিয়াল কলেজ থেকে শিক্ষক ও ছাত্রসহ শিক্ষা সফরে আসে। দুপুরে তারা বান্দরবান সুয়ালকে রূপালী ঝর্ণা দেখতে যায় এবং সেখানে ঝর্ণার পানিতে গোসল করতে নেমে পরে।
ঝর্ণার পানিতে তারা আনন্দের সাথে গোসল করতে থাকে।হঠাৎ করে শ্বাসরোধ হয়ে পানিতে ডুবে যায় তাহসান।শিক্ষক ও তার সহপাঠীরা তাকে পানি থেকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাঃসামিয়া জাহান তাহসানকে মৃত ঘোষণা করেন।
বান্দরবান সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম মুঠোফোনে বিটিসি নিউজকে জানান, শিক্ষা সফরে এসে বান্দরবানের সুয়ালক ঝরনায় তাহসানের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য তাহসানের লাশ সদর হাসপাতালে রাখা হয়েছে।ময়নাতদন্তের পর লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বান্দরবান প্রতিনিধি মোঃ আলাউদ্দিন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.