বানিয়াচঙ্গে হাওরে মাছ ধরা নিয়ে দুই গ্রুপের টেঁটাযুদ্ধে আহত-৩০

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচঙ্গে হাওরে মাছ ধরা নিয়ে দুই পক্ষের টেঁটাযুদ্ধে অন্তত ৩০ জন আহত হয়েছে। আজ শনিবার (২৪ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ২ জনকে সিলেটে ও ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, জেলার বানিয়াচং উপজেলার নয়া পাতারিয়া গ্রামের আজমান মিয়ার সাথে একই গ্রামের খুর্শিদ মিয়ার মধ্যে গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ রয়েছে।
আজ শনিবার (২৪ জুলাই) দুপুরে খুর্শিদ মিয়ার পক্ষের এক ব্যক্তি হাওরে মাছ ধরতে যায়। এ সময় প্রতি পক্ষের লোকজন বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র টেটা বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ২ জনকে সিলেটে ও ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ক্রমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহাদ মিয়া বিটিসি নিউজকে জানান, এ সংঘর্ষে আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে পুলিশের ভয়ে অনেকেই হাসপাতালে আসেনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ জুনাইদ চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.