বাদশাহর আমন্ত্রণে সৌদি আরবে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা তার সফরসঙ্গী চার মন্ত্রীকে নিয়ে বাদশাহর আমন্ত্রণে সৌদি আরবের উদ্দেশ্যে শুক্রবার রাতে যাত্রা শুরু করেন।
প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এবং পররাষ্ট্রমন্ত্রী, জ্বালানি মন্ত্রী, পল্লী উন্নয়ন মন্ত্রী, সড়কমন্ত্রী সৌদি আরবের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে সৌদি আরবে পৌঁছেছেন। এ সময় মক্কার গভর্নর মহারাজ খালেদ বিন ফয়সাল আল সৌদ তাকে স্বাগত জানান।
এই গুরুত্বপূর্ণ সফরে সৌদি সরকারের সাথে দ্বি-পাক্ষিক আলোচনা ছাড়াও বিনিয়োগের বিষয়টি অত্যধিক গুরুত্ব পাবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.