বাতিল হয়ে গেল রাজ্যের দেওয়া নেতাজি সম্পর্কিত ট্যাবলো

কলকাতা (ভারত) প্রতিনিধি: প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দিল্লির কুচকাওয়াজে রাজ্যের দেওয়া নেতাজি ও আজাদহিন্দ সম্পর্কিত ট্যাবলো বাতিল হয়ে গেল।
প্রতিবছরই প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দিল্লিতে বিশেষ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়ে থাকে। তাতে বিভিন্ন রাজ্যের ট্যাবলো স্থান পায়। ব্যতিক্রম ঘটল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। নেতাজি ও আজাদহিন্দ সম্পর্কিত ট্যাবলোকে মৌখিকভাবে নাকচ করে দিল  প্রতিরক্ষা দপ্তর। এর আগেও পশ্চিমবঙ্গের জনপ্রিয় কল্যাণমূলক প্রকল্পের মধ্যে ‘কন্যাশ্রী,যুবশ্রীসহ’ বেশকিছু প্রকল্পের ট্যাবলোকে নাকচ করে দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে বিজেপির তরফ থেকে শ্রী দিলীপ ঘোষ বলেন, স্বৈরাচারী বা দেশবিরোধি কিছু থাকলে বাদ যেতেই পারে। কিন্তু আমি বিশদ এখনও জানি না।
তৃণমূল সাংসদ শ্রী সৌগত রায় বলেন, দিলীপ ঘোষেরা ট্যাবলো দিলেও ভোট পাবে না। এসব ভোটের রাজনীতি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.