বাজার সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী, দাবি বিএনপি নেতা আলালের

 জামালপুর প্রতিনিধি: বাণিজ্যমন্ত্রী বাজার সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেছেন, বাজারে সিন্ডিকেট রয়েছে। এই সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আর এসব কথা বলছেন, শিল্প প্রতিমন্ত্রী। এক মন্ত্রী যখন আরেক মন্ত্রীর বিপক্ষে কথা বলেন, তখন আমাদের বলার কিছু নেই।
আজ রবিবার (০২ জুলাই) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাজশাহীতে এক জনসভায় প্রধানমন্ত্রীকে হত্যার হুঁমকি ও জামালপুরের এক জনসভায় ভীতিকর বক্তব্য প্রদান করায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ, যুগ্ম মহাসিচব মোয়াজ্জেম হোসেন আলালসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির ৭ নেতার নামে মামলা হয়। গত ২৩ মে মামলাটি করেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ। সেই মামলায় উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন আসামিরা।
দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. এহসানুল হকের আদালতে হাজির হয়ে জামিননামা জমার দেন আসামিরা। এরপর বিচারক আগামী ১০ জুলাই পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.