বাঘা গড়গড়ি ইউপি নির্বাচন : নৌকা প্রতীকের প্রার্থীর মারমুখী আচারণে একট্টা বিরোধীরা
নিজস্ব প্রতিবেদক: আগামী ১৪ অক্টোবর রাজশাহীর বাঘা উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরমধ্যে ২নং গড়গড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রবিউল ইসলাম রবির বিরুদ্ধে হামলা, হুমকী ও ভয়ভীতি প্রদানের অভিযোগ উঠেছে।
দফায় দফায় রিটার্নিং কর্মকর্তা বরাবরে অভিযোগে করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী আবদুল্লাহ আল মাহমুদ বাচ্চু (আনারস) প্রতীক, জুলফিকার আলী (ঘোড়া) প্রতীক ও বিএনপি সমর্থিত প্রার্থী মাসুদ করিম টিপু (টেবিল ফ্যান)। তবে নির্বাচন কর্মকর্তার পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহণ করা হয় নি।
এ নির্বাচনে আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে চেয়ারম্যান পদে রবিউল ইসলাম রবিকে দলীয়ভাবে নৌকা প্রতীক দিয়ে মনোনীত করে। অপরদিকে বিএনপি স্থানীয়ভাবে প্রার্থীদের মনোনয়ন দিয়েছেন।
তবে বিএনপি’র প্রার্থীদের দলীয় প্রতীক দেয়া হয়নি। তারা নির্বাচন অফিসের দেয়া নিজ পছন্দের প্রতীকে নির্বাচন করছেন। আওয়ামী লীগ প্রার্থীর মারমুখি আচারণের কারণে বিরোধী প্রার্থীরা একট্টা হয়েছেন। তারা যেকোন ভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে মাঠে সোচ্চার আছে।
বিএনপি সমর্থিত প্রার্থী মাসুদ করিম টিপু জানান, গত ৫ সেপ্টেম্বর নৌকা প্রার্থী রবিউল ইসলাম রবি’র লোকজন হাতে হাসুঁয়া, হাতুরী, রড, লাঠি ও দেশীয় অস্ত্রনিয়ে খানপুর বাজারের আরমানের চায়ের স্টলে তাকে ঘিরে ধরে মারমুখি আচরণ করে ও প্রাণনাশের হুমকী দেয়।
এ বিষয়ে ইউনিয়ন নির্বাচনী এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাচন অফিসার ও বাঘা থানার অফিসার ইনচার্জকে মৈখিকভাবে অবগত করলে তারা এরজের ধরে ৬ অক্টোবর মামুন হোসেন, ছাত্রলীগ নেতা মামুনুর রশিদসহ আরো ৪/৫জন তাকে মারধর করে ও নির্বাচনী অফিস ভাংচুর করে। এ বিষয়ে অভিযোগ করা হয়েছে।
এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল্লাহ আল মাহমুদ বাচ্চু ও জুলফিকার আলীর উপর চড়াও হয়েছে নৌকা প্রতীকের প্রার্থীরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি সাইদুর রহমান।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.