বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াই, বিজয়ী লাভলু

নিজস্ব প্রতিবেদক: বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াই, বিজয়ী লাভলু বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াই, বিজয়ী লাভলু ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে রাজশাহীর বাঘা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্যে দিয়ে শেষ হয় নির্বাচন। হাডাহাড্ডি লড়াই হয়েছে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে। এই নির্বাচনে বিরোধী দলের কোন প্রার্থী অংশগ্রহণ না করায় বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দুই জন প্রার্থীর মধ্যে লড়াই করতে দেখা যায়। এতে জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু (মোটরসাইকেল) এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু (আনারস) প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
মোটরসাইকেল প্রতীকে মাত্র ১০৬ ভোট বেশি পেয়ে লায়েব উদ্দীন লাভলু বিজয় লাভ করেন। তার নির্বাচিত প্রতীক মোটরসাইকেল মার্কা নিয়ে ৩২ হাজার ৪০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন লাভলু। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস মার্কা প্রতীক নিয়ে ৩২ হাজার ২৯৯ ভোট পেয়েছেন রোকনুজ্জামান রিন্টু।
ভাইস চেয়ারম্যান পদে টিয়া পাখি প্রতীকে ২৫ হাজার ৬৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আব্দুল মোকাদ্দেস। তার নিকটতম প্রার্থী বই প্রতীকে ২২ হাজার ৯৯২ ভোট পেয়েছেন কামরুজ্জামান। টিউবওয়েল প্রতীকে মেহেদী হাসান পেয়েছেন ১৩ হাজার ৬৫৭ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে ২৫ হাজার ৫৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন রিনা খাতুন। তার নিকটতম প্রার্থী কলস প্রতীকে ২২ হাজার ৪৯৬ ভোট পেয়েছেন ফাতেমা খাতুন। প্রজাপতি প্রতীক নিয়ে ১৪ হাজার ২০৮ ভোট পেয়েছেন ফারহানা দিল আফরোজ।
চতুর্থ ধাপের বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে সর্বমোট ভোট পড়েছে ৬৬ হাজার ২৩২টি। এর মধ্যে বাতিল ভোটের সংখ্যা ৩ হাজার ৯৪৪ ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা ৬২ হাজার ২৮৮। প্রাপ্ত ভোটের শতকরা হার ৩৯ দশমিক ৯৮ শতাংশ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.