বাঘায় দিন দুপুরে বাড়ি থেকে টাকা ও সোনার গহনা চুরি.!!

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘায় থানা থেকে কোয়াটার কি:মি দূরুত জিরো পয়েন্ট এলাকায় দিন-দুপুরে নগদ টাকা ও সোনার গহনাসহ ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। দুপুরে পৌর এলাকার দক্ষিন মিলিকবাঘা গ্রামের শিক্ষক বিপ্লব কুমার রায়ের বাড়িতে চুরির এ ঘটনা ঘটে। চুরিতে ক্ষতি হয়েছে প্রায় ৭ লক্ষ টাকার।

বিপ্লব কুমার জানান,সকাল সাড়ে ১১ টায় বাড়ির গেইট ও শয়ন কক্ষের দরজায় তালা লাগিয়ে স্বামী-স্ত্রী মিলে কেনাকাটার জন্য মার্কেটে যান। বেলা ২টার দিকে বাড়ি ফিরে গেইটের তালা খুলে দেখেন ভেতর থেকে ছিটকানি লাগানো।

এ অবস্থায় প্রাচীরের ওপর দিয়ে তার এক আত্বীয়  প্রবেশ করায়ে ছিটকানি খোলার পর বাড়ির ভেতরে প্রবেশ করে দেখেন, দরজায় তালা লাগানো হেক্সবোল্ট কেটে কক্ষের ভেতরে প্রবেশ করে ষ্টিলের আলমারি, সোকেচের ড্রয়ার ভেঙ্গে ৯ ভরি ওজনের সোনার গহনা, নগদ ৯০ হাজার টাকা ও টেবিলের উপরে রাখা ১টি ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। বাঘা থানার অফিসার ইনচার্জ রেজাউল হাসান বলেন, দিন- দুপুরে চুরির ঘটনা উদ্বেগজনক। তবে চুরির রহস্য খুঁজে বের করবেন বলে জানান তিনি। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.