BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঘায় জমি চাষ করতে গিয়ে যুবকের মৃত্যু

বাঘায় জমি চাষ করতে গিয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘায় পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করতে গিয়ে হাসান আহম্মেদ (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান আহম্মেদ বাউসা ইউনিয়নের বাউসা টলটলিপাড়া গ্রামের আনারুল ইসলামের ছোট ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, এদিন সকাল সাড়ে ৮ টার দিকে পাওয়ার টিলার দিয়ে অমরপুর মাঠে সাবর আলীর জমি চাষ করতে করতে যায় হাসান আলি। এর এক পর্যায়ে জমির পার্শ্বে থাকা আমগাছের নিকট ব্যাক (পেছন) গিয়ার দিয়ে ঘুরার চেষ্টা করে চালক হাসান। এ সময় গাছের ডালের সাথে চাপা লেগে যায় হাসান। পরে তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার ব্যাপারে জমির মালিক সাবর আলী জানান, ঘটনার সময় জমিতে সার দিচ্ছিলাম। ড্রাইভার হাসান আমগাছের ডাল ও পাওয়ার টিলারের হেন্ডেলের সাথে চাপা খেয়ে চিৎকার করলে প্রথমে আমি নিজে তাকে উদ্ধার করার চেষ্টা করি। কিন্তু না পেরে চিৎকার দেয়। পরে পাশের জমির আগাছা পরিস্কারকারি মাসুদসহ অন্যরা এসে ডালের চাপা থেকে হাসান কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. খালেকুজ্জামান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

হাসানের পিতা আনারুল ইসলাম বলেন, আমার দুই ছেলে। বড় ছেলে তুষার ঢাকায় থাকে। ছোট ছেলে হাসান কৃষি কাজ করে। তারা দুই ভাই রাতে বন্ধুদের সাথে পিকনিক করে বাড়িতে একই বেডে শুয়ে ছিল। হাসান সকালে পাওয়ার টিলার নিয়ে জমি চাষ করতে গিয়ে দূর্ঘটনা হয়।

সংবাদ পেয়ে সেখানে গিয়ে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চিকিৎসক। বিকেল ৩ টায় জানাজার নামাজ শেষে তাকে সামাজিক গোরস্থানে দাফন করা হয়েছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান জানান, দুর্ঘটনায় মৃত্যুর বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। পরিবারের  কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?