নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘায় ইয়াবা ও গাঁজাসহ আরও ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে মঙ্গলবার (২৭ মে) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সোমবার রাতে পৃথক অভিযানে উপজেলার আড়ানী চকসিংগা ও আড়ানী ঝিনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- আড়ানী চকসিংগা গ্রামের নিমাই মন্ডলের ছেলে সুমন মন্ডল (২৫), জফির উদ্দিনের ছেলে জুয়েল মাহমুদ জিয়া (৪৪)। তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
অপরদিকে আড়ানী ঝিনা গ্রামের আলম হোসেনের ছেলে টনি ইসলাম (১৯), ঝিনা সরদারপাড়া (নূর নগর) গ্রামের লিয়াকত আলীর ছেলে লামিমুল ইসলাম মৃদুলকে (১৭) গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বাঘা থানার ওসি আ ফ ম আছাদুজ্জামান বিটিসি নিউজকে বলেন, গ্রেফতাররা পৃথকভাবে নিজ নিজ এলাকায় মাদকের ব্যবসা করে। তাদের নামে পৃথক দুটি মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.