বাঘাছড়া সীমান্তে ৬টি বন্দুকসহ ৪ ভারতীয় নাগরিক আটক

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া সীমান্ত এলাকা থেকে একনলা ছয়টি বন্দুক জব্দসহ চার ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি ও পুলিশ।
আজ বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুরে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ দুপুর আড়াউটার দিকে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত এলাকার বাঘাছড়ায় সন্দেহভাজন কয়েকজনকে রান্না করতে দেখা যায়। এ সময় এলাকাবাসী ছয়টি বন্দুকসহ চারজনকে আটক করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলেমান মিয়ার কাছে হস্তান্তর করে। পরে বিজিবি ও পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করা হয়। এ সময় বন্দুক জব্দ করা হয়।
আটককৃতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। কী কারণে সীমান্ত অতিক্রম করে তারা বাংলাদেশ প্রবেশ করেছে তাও নিশ্চিত করা যায়নি।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে বলেন, ‘আটকরা জানিয়েছে তারা ভারতীয় নাগরিক। তবে কী কারণে বাংলাদেশে প্রবেশ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মৌলভীবাজার প্রতিনিধি মো. সাহেব আলী। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.