BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাগেরহাট-৪ আসনে তৃনমুল কর্মীরা ফুঁসে উঠেছেন, মোরেলগঞ্জে বিএনপির ত্যাগী নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি

বাগেরহাট-৪ আসনে তৃনমুল কর্মীরা ফুঁসে উঠেছেন, মোরেলগঞ্জে বিএনপির ত্যাগী নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে বিএনপির দলীয় প্রার্থী প্রাথমিকভাবে চুড়ান্ত করায় মনোনয়ন নিয়ে তৃনমুল কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

সম্প্রতি গত ২দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান, হেটেল রেস্তোরায় সবখানেই বিষয়টি নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা।

সদ্য বিএনপিতে যোগদানকারি বাগেরহাট-৪ আসনে মনোনয়ন পাওয়া সোমনাথ দে মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের সভাপতি। তিনি বিশ্ব হিন্দু পরিষদের বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ছিলেন। মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি জাতীয় পার্টির উপজেলার সভাপতি। বাগেরহাট-৪ থেকে জাতীয় পার্টির হয়ে নির্বাচনও করেছেন। প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের সংখ্যালঘুবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এমন নেতাকে বিএনপি থেকে প্রাথমিকভাবে মনোনয়ন ফরম ক্রয় করায় সাধারণ কর্মীদের মাঝে এ নিয়ে সৃষ্টি হয়েছে চরম ক্ষোভ।

স্থানীয় নেতাকর্মীরা প্রতিবাদে রবিবার রাতে নব্বইরশী বাসষ্ট্রান্ড, বনগ্রাম ইউনিয়নে বিক্ষোভ প্রতিবাদ সভা করেছেন। সাধারণ কর্মীদের দাবি বিগত ১৭ বছরে মাঠ পর্যায়ে কর্মীবান্ধব দলের ত্যাগী নেতাদের এ আসন থেকে মনোনয়ন দেওয়ার দাবি তুলেছেন তারা।

মোরেলগঞ্জ-শরণখোলা এ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দলের দুঃসময়ে একাধিক মামলা হামলার জেল জুলুম নির্যাতনের স্বিকার হয়েছেন একাধিক ত্যাগী প্রার্থীরা। তারা দীর্ঘদিন ধরে কর্মীদের পাসে থেকে মাঠ চষে দলকে সুসংগঠিত করেছেন।

এ রকম দলের মনোনয়ন প্রত্যাশীরা হলেন, কেন্দ্রীয় বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক ড. এবি এম ওবায়দুল ইসলাম, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী খায়রুজ্জামান শিপন, কেন্দ্রীয় তাতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, বাগেরহাট জেলা বিএনপি নেতা মনিরুল হক ফরাজী সহ একাধিকরা।

বিগতদিনে দলের তৃনমুল কর্মীদের সাথে সম্পৃক্ত থেকে মাঠকে চাঙ্গা করে রেখেছেন। ত্যাগ রয়েছে দলের প্রতি তাদের। জেলে থাকা কর্মীদের জামিন করানোসহ আত্মগোপনে থেকে দলীয় কর্মসূচি বাস্তবায়ন সবসময় খোঁজ-খবর নিয়েছেন কর্মীবান্ধব এমন নেতাকে মনোনয়ন দিলে কর্মী ও সাধারণ মানুষের কাঙ্খিত প্রত্যাশা বাস্তবায়ন হবে।

এমনটি প্রত্যাশা করে তৃনমুল কর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ হাই কমান্ডের প্রতি দাবি রেখেছেন। আবার অনেকে বলেছেন যোগ্য ব্যক্তিকে মনোয়ন দিলে উপকূলীয় এ জনপদে উন্নয়ন তথা এ আসন থেকে ইতোপূর্বে বিএনপি কখনও বিজয়ী হয়নি। এবারে সৎ যোগ্যব্যক্তিকে মনোনয়ন দিলে বিজয় করে এ আসনটি উপহার দিতে পারবেন বলে আশা করছেন অনেকেই।

কেন্দ্রীয় বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক দলের মনোনয়ন প্রত্যাশী ড. এবি এম ওবায়দুল ইসলাম বলেন, দল এখন পর্যন্ত কাউকে মনোনয়ন দেয়নি ঘোষণা করেনি। ফেজবুকে লেখা নিয়ে গুজবে কান দেওয়া যাবে না। আমরা বিশ^াস করি দল এমন কাউকে মনোনয়ন দিবেন যিনি বিগত দিনে আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে দলের সক্রিয় ভুমিকা রেখেছেন কর্মীবান্ধব জনপ্রিয়। দল আমার ঠিকানা আমারা দল করি দেশের স্বার্থে জনগনের স্বার্থে।

দলের মনোনয়ন প্রত্যাশী বাগেরহাট জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন বলেন, বিগত দিনে আন্দোলন সংগ্রামে কর্মীদের পাসে মাঠে থেকে দলীয় কর্মসূচি বাস্তবায়ন করেছি। ১৮ বছর ধরে তৃনমুল কর্মীদের সাথে রয়েছি। আগামি দিনেও থাকবো। বিগত ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতনে দলের কর্মীরা বাড়ি থেকে পালিয়েছে সেই দল থেকে আশা এমন ব্যক্তি মনোনয়ন পেলে সাধারণ কর্মীরা তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাগেরহাট জেলা বিএনপি নেতা মনিরুল হক ফরাজী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ১৩ টি মামলার স্বিকার হয়েছি। দুটি মামলায় ৪ বছর কারাভোগ করতে হয়েছে। তার পরেও দলের হাই কমান্ডের নির্দেশনা অনুযায়ী ধানের শীষের বিজয়ের জন্য মাঠে কাজ করবো।

দলের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় তাতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির বলেন, ১৯৮৯ সাল থেকে সরাসরি ৩৬ বছর ধরে দলে রয়েছি। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন সংগ্রামে বিশেষ ভুমিকা পালন করেছি। ঢাকা বিশ^বিদ্যালয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে সংক্রিয় অংশ গ্রহন করেছি। হামলা মামলা আয়না ঘরে থেকে নির্যাতনের স্বীকার হয়েছি। তবুও দল ছেড়ে যায়নি। দলে সদ্য যোগদান করা কোন জাতীয় পার্টি বা আওয়ামী লীগ থেকে আশা ব্যক্তি মনোনয়ন পেলে কর্মীদের জন্য এটি কষ্টদায়ক। আমি বিশ^াস করি হাইকমান্ড পরিবর্তন করবেন।

এদিকে মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের সভাপতি বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন পাওয়া সোমনাথ দে বলেন, আমি মনোনয়ন পাওয়ায় যারা চাঁদাবাজ, জুলুমকারী, নির্যাতন করে, তাদের গাত্রদাহ হচ্ছে। কিন্তু যাঁরা সাধারণ মানুষ, তাঁরা আমাকে সাদরে বরণ করেছেন। আমি জাতীয় পার্টি করেছি, আওয়ামী লীগ করেছি, ৫ আগস্টের পর জেল খেটেছি। আমার নামে এখনো তিনটি মামলা রয়েছে। এসব জেনেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, দলের হাইকমান্ড আমাকে মনোনীত করেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শনি গ্রহের বৃহত্তম চাঁদ টাইটানে প্রাণের সম্ভাবনার ইঙ্গিত খুলনায় এনসিপি নেতাকে গুলি, চাঞ্চল্যকর তথ্য জানাল পুলিশ গণভোটে গণঅংশগ্রহণই পরিবর্তনের ধারা সূচিত করবে : তথ্য উপদেষ্টা বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল ফাইনালে ট্রাইবেকারে চ্যাম্পিয়ন বিলচলন শহীদ শামসুজ্জোহা কলেজ তারেক রহমানের নেতৃত্বে উন্নত-সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় যাত্রী হতে চাই – শাহ মো: ওয়ারেছ আলী মামুন বাগেরহাট-৪ আসনে তৃনমুল কর্মীরা ফুঁসে উঠেছেন, মোরেলগঞ্জে বিএনপির ত্যাগী নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি খুলনায় ‘বাসার ভেতরের অন্তঃকোন্দলে’ এনসিপি’র শ্রমিকনেতাকে গুলি : পুলিশ বর্ণবাদের বিষবাষ্প এবার খাজার দুই মেয়ের দিকে, রুখে দাঁড়ালেন স্ত্রী র‍্যাচেল ভেনেজুয়েলার ট্যাংকার আটকানো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন : চীন ইসাকের পা ভেঙে যাওয়ার আশঙ্কা লিভারপুলের