খুলনা ব্যুরো : খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী হাবিবুন নাহারই পেলেন বাগেরহাট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন। আগামী ২৬ জুন ওই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। আসনটি তালুকদার আব্দুল খালেকেরই ছেড়ে দেয়ায় শূণ্য হয়। গত ১০ এপ্রিল তিনি আসনটি ছেড়ে দিয়ে খুলনার মেয়র পদে নির্বাচন করেন। অর্থাৎ কেসিসিতে নৌকা প্রতীকে বিজয়ী হয়ে এখন স্ত্রীর জন্য একই প্রতীকে নির্বাচনী প্রচার কাজে অংশ নিতে হচ্ছে খুলনার মেয়রকে।
সোমবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের এক সভায় খালেক পত্নীকে দলের প্রার্থী করা হয় বলে দলীয় একটি নির্ভরযোগ্য সূত্র জানায়।
হাবিবুন নাহার ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনেও এই আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তখনও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে অংশ নেয়ার জন্য তালুকদার আব্দুল খালেক ওই আসনটি ছেড়ে দেন। পরে ২০১৩ সালে কেসিসিতে হারার পর তালুকদার আব্দুল খালেক ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বাগেরহাট-৩ আসন থেকে প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.