বাগেরহাট শহরে একরাতে ৯টি বৈদ্যুতিক স্মার্ট মিটারে অগ্নিসংযোগ
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট শহরে একরাতে বিভিন্ন জায়গার ৯টি বৈদ্যুতিক স্মার্ট মিটারে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। একরাতে এত মিটারে অগ্নিসংযোগ হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এদিকে বৈদ্যুতিক মিটারে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত নূরুল ইসলাম খোকা ও রাহুল কবির বাগেরহাট মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ১১টা থেকে ১২টার মধ্যে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মিটারগুলো পুড়ে ছাই হয়ে যায়। তবে বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মাসুদ সরদার।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী (ওজোপাডিকো) লি. বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মনজুল কুমার স্বর্ণকার বিটিসি নিউজকে বলেন, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে শহরের সরুই, কাজী নজরুল ইসলাম সড়ক, পুরাতন বাজার এলাকার ৪টি বাড়ি ও দোকানের মোট ৯টি স্মার্ট মিটারে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আমরা সরেজমিন পরিদর্শন করে সর্ট সার্টিকের কোনো আলামত পাইনি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন বিটিসি নিউজকে বলেন, মঙ্গলবার রাত ১১টা থেকে ১২টার মধ্যে ৪টি স্থানে মোট ৯টি স্মার্ট মিটারে অগ্নি সংযোগের খবর পেয়ে ঘটনাস্থলগুলো পরিদর্শন করি। একই সাথে ৪টি স্থানে অগ্নি সংযোগের ঘটনা সন্দেহ হওয়ায়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় নূরুল ইসলাম খোকা ও রাহুল কবির নামের দুইজন সাধারণ ডায়েরি করেছেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.